× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিভিউ

মেঘপুঞ্জি রিসোর্ট

নাকিব নিজাম

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭ পিএম

আকর্ষণীয় ল্যান্ডস্কেপিক ভিউ পাওয়া যায় মেঘপুঞ্জি রিসোর্টে	 ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

আকর্ষণীয় ল্যান্ডস্কেপিক ভিউ পাওয়া যায় মেঘপুঞ্জি রিসোর্টে ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

মেঘ-পাহাড়ের আলিঙ্গন দেখতে পর্যটকদের কাছে এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য সাজেক। সাজেকের রূপের আসলে তুলনা হয় না। সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। বছরের যেকোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন। তবে বর্ষা, শরৎ ও হেমন্তে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি।

দিনের শেষ আর শুরুতে এই রং যেন পুরো পাহাড় সোনায় মুড়িয়ে রাখে। উপত্যকা পেরিয়ে ক্রমে পাহাড়ের ভাঁজ যেন আকাশচুম্বী হয়েছে ওখানে। আর এ দীর্ঘ উপত্যকা জুড়ে অরণ্যের সীমানা। সাজেকে বিকাল পেরিয়ে সন্ধ্যা নামতেই নৈসর্গিক নীরবতা পাহাড়ের চারপাশে। সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপিক ভিউর জন্য এখানকার কটেজগুলো সাম্প্রতিক সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছে। পর্যটকদের সুবিধার্থে আজ থাকছে মেঘপুঞ্জি রিসোর্ট নিয়ে কিছু তথ্য।

আকর্ষণীয় ল্যান্ডস্কেপিক ভিউ পাওয়া যায় মেঘপুঞ্জি রিসোর্টে। মেঘপুঞ্জিতে আছে চারটি কটেজ, প্রতিটিতে তিন-চার জন থাকা যাবে।

যেসব সুবিধা পাবেন-

  •  সবকটিই মূলত কাপল কটেজ।
  •  বাঁশ, কাঠ ও গ্লাস দিয়ে তৈরি ইকো কটেজ।
  •  কটেজের ভেতর থেকেই ইনফিনিটি ভিউ।
  •  বড় খোলা বারান্দা।
  •  ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও পানি সরবরাহ।
  •  নিজস্ব বিশাল বাগান।
  •  দোলনা ও হ্যামক।
  •  পূর্ণ নিরাপত্তা ও প্রাইভেসি।
  •  সেলফি ব্রিজ।

কটেজের কক্ষগুলোর ভাড়া পড়বে ২৫০০-৩৫০০ টাকা। যোগাযোগ : ০১৮১৫৭৬১০৬৫। সাজেক ভ্রমণ খরচ মূলত নির্ভর করবে আপনি কতটা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন তার উপর। আপনি যদি নিজের আরাম কিছুটা বিষর্জন দিয়ে ভ্রমণকে প্রাধান্য দেন তবে খরচ আপনার নাগালের মধ্যেই থাকবে। যাওয়া আসা সহ দুইদিনের জন্যে জিপ ভাড়া পড়বে ৮,০০০ টাকা। চাঁদের গাড়ির জন্য যোগাযোগ : দীঘিনালার চাঁদের গাড়ির ড্রাইভার নূর আলম- ০১৮২০৭৩২০৪৩, রাজ- ০১৮২০৭৪১৬৬২, ০১৮৪৯৮৭৮৬৪৯, হানিফ- ০১৮২৮৮২৯৯০৮, মিধল-০১৮৬৭১৩৫২১৪, শিবু- ০১৮২০৭৪৬৭৪৪।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা