অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা
উপস্থিত দর্শকদের চোখ মঞ্চে। একদিকে যুক্তি, অন্যদিকে তর্ক। দুটোই চলছে সমানতালে। মুগ্ধ বিচারকের কপালে চিন্তার ভাঁজ। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দৃশ্যপট এমনই ছিল।
২ মার্চ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অব ফ্রিডম’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত ছয়টি দলে মোট ১৮ জন শিক্ষার্থী এবং দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকসহ প্রায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী। দর্শকদের জন্যও সেশনে রাখা হয় কুইজ প্রতিযোগিতার আয়োজন।
আয়োজনের শুরুতেই বক্তব্য দেন এফআরডিসি প্রকল্প পরিচালক আসিফ আহমেদ তন্ময়। প্রতিযোগিতায় দুই ধাপে বিতর্কের আয়োজন করা হয়। প্রথম ধাপের দুই বিজয়ীর মাঝে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের কম সামাজিক করে ফেলে’। প্রতিযোগিতায় তাদের অসাধারণ বাগ্মিতায় বিজয়ী হন অমিত সাহা, জান্নাতুল ফেরদৌস ও জান্নাতুল। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন খান মো. ওমর ফারুক, সূর্য ভৌমিক, ফাহিম শাকিল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোষণা, পুরস্কার বিতরণ এবং ডিনেটের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. শাহাদাৎ হোসেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে আয়োজন শেষ হয়।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.