× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ মার্চ- প্রত্যক্ষদর্শীর বয়ানে

স্মৃতিতে অম্লান মার্চ ১৯৭১

মাকিদ হায়দার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১২:৫৭ পিএম

স্মৃতিতে অম্লান মার্চ ১৯৭১

আজ ৫৮ বছর পর মনে পড়ছে অতীত দিনের কথা। 

১৯৬৪ সালে সমগ্র পূর্ব পাকিস্তানে আইয়ুব-মোনায়েম খাঁর নির্দেশনায়, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ খুন হওয়ার পর অনেকেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান শুরু করেছিল যুদ্ধ। ১৯৬৬ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রণয়নের পর পুলিশের অত্যাচার বৃদ্ধি পেয়েছিল। আমি কলেজে যাওয়ার পথে ঢাকা প্রেস ক্লাবের সামনে জীবনে প্রথম টিয়ার গ্যাস খেয়েছিলাম ছয় দফাকে উপলক্ষ করে।

১৯৬৬ সালের জুন মাসে ঢাকায় গ্রেপ্তার হন শেখ মুজিব। ১৯৬৯ সালে দুর্বার আন্দোলনের মুখে মোনেম খাঁ সরকার বাধ্য হয়ে মুক্তি দেয় শেখ মুজিবকে। সেই বছরই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা তোফায়েল আহমদ ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করলেন। সেই সময় আমরা সারা দিন কাটিয়ে দিতাম রাজপথে।

১৯৬৬ সালে আওয়ামী লীগের অফিস ছিল ১৫/২ পুরানা পল্টনে। রাজু ভাইয়ের নির্দেশে আমরা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তখন একত্রিত হতাম। শেখ মুজিব তখন চড়তেন করটিনা কনসাল নামের একটা গাড়িতে। একদিন সন্ধ্যার কিছু পরে তিনি এলেন, ছাত্রদের উদ্দেশে বললেন, ‘তোমরা লেখাপড়া ভালো করে করবে। রাজু ভাইকে কাছে ডেকে বললেন, ১৯৭০ সালের ভোটের কথা। সেই নির্বাচনে রাজু ভাই একমাত্র তরুণ এমএনএ হয়ে এলেন নরসিংদী থেকে। ইতোমধ্যে ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো কিছুতেই মেনে নিলেন না ১৬৭ আসনে আওয়ামী লীগের জয়কে। 

মাকিদ হায়দার

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু জানিয়ে দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। আমরা যারা সেদিন ময়দানে ছিলাম, বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণে বুঝতে পেরেছিলাম, ইয়াহিয়া-ভুট্টো পূর্ব পাকিস্তানিদের জ্বালিয়ে-পুড়িয়ে মারবে। মেরেছিলেও তাই। রেসকোর্স ময়দানে লাখো লোকের উপস্থিতিতে ভীতি সঞ্চার হয়েছিল পাকিস্তানি শাসকদের মনে। মাথার ওপর ঘুরছিল হেলিকপ্টার। সেদিন মালিবাগের বাসায় ফিরে দেখি, মা কাঁদছেন। কেননা খোকন (দাউদ হায়দার) তখনও বাসায় ফেরেনি। 

১৯৭১ সালের মার্চ মাসে তৎকালীন না-পাক পাকিস্তানি প্রধান ইয়াহিয়া-ভুট্টোর ষড়যন্ত্রে ২৫ মার্চ রাতে ঢাকায় শুরু করল ধ্বংস ও হত্যাযজ্ঞ। হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করল, অগ্নিসংযোগ করল শহরজুড়ে। রাজারবাগ পুলিশ লাইনসসহ জগন্নাথ হলের হিন্দু ছাত্রদের নির্মমভাবে হত্যা করল। বাঙালিদের দমিয়ে রাখতে এই গণহত্যা পাকিস্তানি শাসকদের পূর্বপরিকল্পনারই ফসল ছিল, যা একেএ নিয়াজি তার ‘দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান’-এ স্বীকারও করেছেন। তিনি বলতে চেয়েছেন, ইয়াহিয়া-ভুট্টোর ষড়যন্ত্রে টিক্কা খানের নির্দেশেই পরিচালিত হয় ঢাকার নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা। 

সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও শিউরে উঠি।


লেখক : কবি, প্রাবন্ধিক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা