× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদরাতে মেহেদি হাতে

নুসরাত খন্দকার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৬:০৭ পিএম

মেহেদি আর্টিস্ট ও ছবি : সোহানা নূর দোলন; পেজ : মেহেদি লাভার’স

মেহেদি আর্টিস্ট ও ছবি : সোহানা নূর দোলন; পেজ : মেহেদি লাভার’স

যেকোনো উৎসবে হাতজুড়ে মেহেদি না থাকলে আনন্দ ঠিক পূর্ণতা পায় না। সেই উৎসবের মধ্যে অন্যতম হলো ঈদ। তাই তো ঈদের আগের দিন অর্থাৎ চাঁদরাতে মেহেদি লাগাতে বসে পড়েন সবাই। গাছের পাতা বেটে হাতে মেহেদি লাগানোর চল এখন আর নেই। হাত রাঙাতে নানা ধরনের মেহেদি কোণই এখন ভরসা

আগের দিনে গাছের পাতা মিহি করে বেটে কাঠি দিয়ে হাতে করা হতো নকশা। যার জন্য ব্যয় হতো অনেকটা শ্রম। হালের আধুনিকতায় সেই চল এখন অতীত। বাজারে নানা ধরনের কোণ মেহেদি পাওয়া যায়। যা একদিকে কষ্ট লাঘব করেছে, অন্যদিকে কোন দিয়ে হাতে করা যায় নানারকমের নকশা। সাধারণত দুই ধরনের মেহেদি পাওয়া যায়। একটি হলো ইনস্ট্যান্ট মেহেদি বা গোল্ড মেহেদি। যা ব্যবহার করার ৫ থেকে ১০ মিনিট পরই রঙ আসে এবং প্রতি ধোয়াতে হাত থেকে রঙ কমতে থাকে। আরেকটি হলো প্রাকৃতিক বা অর্গানিক মেহেদি। বিয়েসহ যেকোনো উৎসবেই অর্গানিক মেহেদি ব্যবহার করা ত্বকের জন্য ভালো। কারণ, এই মেহেদি হাতে তৈরি। তাই এতে রাসায়নিকের ব্যবহার থাকে না। এর রঙ গাঢ় হয় এবং ত্বকের জন্য ক্ষতিকর নয়। সম্পূর্ণ অর্গানিক মেহেদি পাতার পাউডার থেকে তৈরি করা হয় এটি। 

মেহেদির নকশা কেমন হবে

উৎসবভেদে মেহেদির নকশার ধরন আলাদা হয়। তবে এতে নেই কোনো ধরাবাধা নিয়ম। মেহেদি দেওয়া যেহেতু উৎসবে পরিপূর্ণতা আর আনন্দের জন্য; তাই ইচ্ছেমতো ডিজাইনেই হাত রাঙাতে পারেন। তবে সবাই চায় আকর্ষণীয় নকশায় হাত রাঙাতে। স্মার্ট ও একদম সিম্পল ডিজাইনের নকশা এখন বেশ ট্রেন্ডি। এই ঈদে সিম্পল ডিজাইন আবার ঘন ও মোটা কারুকাজের মেহেদির নকশা দেখা যাবে। সঙ্গে অ্যারাবিক, মন্ডালা প্যাটার্ন বা ফুলের নকশা তো আছেই। পাতার নকশার সঙ্গে ক্যালিগ্রাফি, চরকা, কলকা, ময়ূর, জ্যামিতিক মোটিফসহ নানা নামের নকশা করার প্রস্তুতি নিচ্ছেন পেশাদার মেহেদি নকশাকাররা। তরুণীদের আগ্রহ কবজির নিচ থেকে বৃত্তাকারে প্যাঁচানো নকশা। অনেকের আবার যেকোনো একটি আঙুল ধরে কবজি পর্যন্ত নকশা পছন্দ।

মেহেদি হাতে দেওয়ার আগে

  •  মেহেদি লাগানোর আগে হাত ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। মলম, ক্রিম, লোশন ব্যবহার করা যাবে না।
  • হাতে ওয়াক্স করার কমপক্ষে একদিন পর মেহেদি লাগানো ভালো। কারণ ওয়াক্সিং করার পর মসৃণ ত্বকে মেহেদির রঙ ঠিকমতো বসে না।
  • মেহেদি দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে যেন অতিরিক্ত নড়াচড়ার কারণে মেহেদির নকশা নষ্ট না হয়ে যায়। তাহলে হাত দেখতে বাজে লাগবে।

মেহেদি দেওয়ার পরে

  • মেহেদি দেওয়ার পর সেটি শুকাতে সময় দিতে হবে। তাড়াহুড়ো করে উঠিয়ে ফেললে রঙ হবে না।
  • শুকনো নকশার ওপরে লেবু, চিনির ঘন সিরাপ তৈরি করে তুলা দিয়ে ব্যবহার করতে পারেন। এতে রঙ গাঢ় হয় এবং শুষ্কতা থেকে হাত রক্ষা পায়।
  • শুকিয়ে গেলে পানি লাগানো যাবে না। ঘষে ঘষে তুলতে হবে।

রঙ গাঢ় করতে

  • হাতে মেহেদি লাগানোর পরে চুলায় তাওয়া দিয়ে তাতে কিছু লবঙ্গ ছিটিয়ে হাত ছেঁকে নিলে মেহেদির রঙ গাঢ় হবে।
  • হাত থেকে মেহেদি উঠানোর পর পানিতে না ধুয়ে শুকনো হাতে সরিষার তেল লাগালে রঙ দীর্ঘস্থায়ী হয়।
  • মেহেদি দিলে হাতে যতটা সম্ভব কম পানি লাগাতে হবে। তাহলে রঙ বেশি দিন স্থায়ী হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা