গোলাম কিবরিয়া
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৩:১০ পিএম
বাংলাদেশের প্রথম ও জনপ্রিয় নারী ভ্রমণ সংগঠন ‘ভ্রমণকন্যা’ সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে সাত দিনব্যাপী ট্রাভেল ফেস্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন। রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে ১ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৭ আগস্ট পর্যন্ত।
আজ প্রদর্শনীর ৩য় দিন। জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন হওয়া এ প্রদর্শনীতে প্রথম দিন থেকেই ভ্রমণপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
৬ হাজার ছবির মধ্য থেকে বিচারকদের রায়ে ১৫৪টি ছবি শিল্পকলার ৬ ও ৭ নম্বর গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশের প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আলোকচিত্রে স্থান পেয়েছে। এ ছাড়া রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার ও ভ্রমণ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন এবং এ বিষয়ে অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন। ফটোগ্রাফি ও রাইটিং প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-সিলেট-ঢাকার টিকিট।
ট্রাভেলেটস অব বাংলাদেশ- ভ্রমণকন্যার দুই প্রতিষ্ঠাতা হলেন ডা. মানসী সাহা ও ডা. সাকিয়া হক। দেশের নারীদের ভ্রমণে আগ্রহী করে তোলার জন্য সাত বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে ভ্রমণকন্যাদের দল। বর্তমানে এই গ্রুপে ৮৫ হাজার নারী আছেন। ভ্রমণপ্রিয় নারীদের কম খরচে দেশবিদেশ ঘুরে বেড়ানোর জন্য ২০১৬ সালে যাত্রা করে গ্রুপটি।