মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১২:৩৫ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১২:৪২ পিএম
আইনস্টাইনের সঙ্গে পরিচয় ছিল বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কোম্পানি ‘ইউনিভার্সাল স্টুডিওস’-এর প্রধান কর্ণধার কার্ল ল্যামলের। বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ চলচ্চিত্রটি দেখার জন্য আইনস্টাইনকে হলিউডে আমন্ত্রণ জানান ল্যামলে। সিনেমা দেখার পর আইনস্টাইন ল্যামলেকে জানান, চার্লি চ্যাপলিনের সঙ্গে তিনি দেখা করবেন। চ্যাপলিনকে ফোন করেন ল্যামলে। ফোন পেয়ে চ্যাপলিন হাজির হন ইউনিভার্সাল স্টুডিওতে। আর সেখানেই প্রথম দেখা হয়
আইনস্টাইন ও চার্লি চ্যাপলিনের। আইনস্টাইন চার্লি চ্যাপলিনের প্রশংসা করে বলেন, ‘আপনার শিল্প সম্পর্কে বলতে গেলে আমার সবচেয়ে ভালো লাগে সর্বজনীনতা। আপনি একটি শব্দও বলেন না, তবু সারা বিশ্ব আপনাকে বোঝে!’
চার্লি চ্যাপলিন আইনস্টাইনের কথার উত্তরে বলেন, ‘কথা সত্য। তবে আপনার খ্যাতি কিন্তু আরও বেশি। আপনি কী বলেন তা কেউই বোঝে না, তবু সারা বিশ্ব আপনার প্রশংসায় পঞ্চমুখ!’