গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:২৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১২:৪৯ পিএম
ছোট ছোট পা দিয়ে পেঙ্গুইন যখন হাঁটাচলা করে, দেখে মনে হয় সদ্য হাঁটতে শেখা শিশু। দক্ষিণ মেরুর বরফে ঘুরে বেড়ানো এই মিষ্টি পাখি কিন্তু মানুষের মতোই রোমান্টিক। যখন কোনো পুরুষ পেঙ্গুইন নারী পেঙ্গুইনের প্রেমে পড়ে, তখন সে খুঁজে খুঁজে সবচেয়ে সুন্দর পাথর নিয়ে এসে প্রেম নিবেদন করে। যদি নারী পেঙ্গুইন তা গ্রহণ করে, তবে তারা আজীবনের সঙ্গী হয়ে যায়।