× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছড়া-কবিতা

মোটা হওয়ার উপায়

পবিত্র সরকার, খালেদ হোসাইন, সুমিতা রাণী

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম

অংলকরণ: জয়ন্ত সরকার

অংলকরণ: জয়ন্ত সরকার

মোটা হওয়ার উপায়

পবিত্র সরকার


চেহারাটা ভারী রোগা? ওজনেতে হালকাও?

মোটা হবে? কথা শোনো, খুব করে ঝাল খাও।

ঝাল খাও ঝোলেঝালে, ঝাল খাও ভাতে ডালে,

ঝাল খাও হেসে হেসে, ঝাল খাও নেচে রে।

দেখবে কখন মোটা ভুঁড়ি হয়ে গেছে রে!


টিংটিঙে চেহারার শেষ হোক ঘ্যানঘ্যান;

এ সরল টোটকাতে সকলেই মন দ্যান।

সন্দেশ যদি চাখো, লংকার গুঁড়ো মাখো,

ঝাল ঢালো চা-কফিতে, পাউরুটি, ডিমেতে,

ডাক পাবে এ দেশের কুস্তির টিমেতে।


তোর্সা, তুমি ইলিশ ভাজা

খালেদ হোসাইন

তোর্সা, তুমি ইলিশ ভাজা
আজ কি খেয়েছিলে?
খাওনি ওটা? কে নিয়েছে?
মাছরাঙা না চিলে?

জানো ওরা কোথায় থাকে,
খালে নাকি বিলে?
কী বললে? ওরা থাকে
ঢাকায়, মতিঝিলে?

এসব বলছ কাকে?
আমরা জানি, ঢাকায় শুধু 
থাকে নানান কাকে।

মাছরাঙা না, চিলও না
কোনো পাখিই ছিল না?
মাছ তবে কার প্রিয়?
কার আদরণীয়?
কী বললে? মিষ্টি করে
ডাকে মিয়ো মিয়ো?

ও! নিয়েছে পুশি!
আমরা হলাম খুশি।


পাখির সাথে যাচ্ছে আমার মিলে
সুমিতা রাণী

আমি খুকি ছোট্ট খুকি বয়স আমার সাত
একটি কথা ভেবেই আমি দিচ্ছি মাথায় হাত।
অনেক কিছু পাখির সাথে যাচ্ছে আমার মিলে
কোন পাখিটা? যে পাখিটা যায় না দেখা বিলে।

ওই পাখিটা খাঁচায় থাকে মনটা থাকে বনে
বেলকনিতে থাকলে আমি মাঠের ছবি মনে!
পাখি যেমন খাঁচার ভেতর ঝাপটে ডানা-ডাকে
আমারও ঠিক মনটা ছোটে ময়ূর নদের বাঁকে।

হরেক খাবার দিলেও যেমন ভাল্লাগে না ওর!
আমিও চাই দরজা খোলা আম কুড়ানি ভোর।
বন্দি পাখির একই কথায় যেমন ফোটে খই
তেমনি আমার পার হয়ে যায় পড়ে ক্লাস-বই।

যাচ্ছে মিলে অনেক কিছু আটক পাখির মত
ওই পাখিটার মতই আমি কাঁদি অবিরত।
ওই যে দূরে সবুজ ঘাসে মুক্ত পাখির ঝাঁক
আমিও চাই আমি হব নিত্য ভোরের ডাক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা