× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবারের হাসি

চিপসের প্যাকেটে যখন থাকবে শুধুই হাওয়া!

আবদুর রব শরীফ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১২:৪৯ পিএম

চিপসের প্যাকেটে যখন থাকবে শুধুই হাওয়া!

২০০৫ সালে একটা চিপসের প্যাকেটে এত চিপস থাকত যে তা শেষ করতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ টাইপ সময় লাগত।

সত্যি বলতে সবকিছুর দাম বাড়লেও কিছু চিপসের দাম বাড়েনি। দাম না কমা চিপসের পরিমাণ ২০১০ সালে এসে দুই ইঞ্চি কমে গেছে। কিন্তু দাম এবং প্যাকেট আগের জায়গায় রয়ে গেছে। কালের বিবর্তনে ২০১৫ সাল এলো, দাম আগের জায়গায় থাকলেও চিপসের প্যাকেট ঠিক রেখে পরিমাণ অর্ধেক হয়ে গেল।

২০২০ সালে চিপসের পরিমাণ আরও অর্ধেক কমে একদম তলানিতে এসে ঠেকল। সেটা বড় কথা না।

২০২৩ সালে হালিশহর শ্বশুরবাড়িতে দুই হাত ভর্তি করে চিপস নিয়ে যাওয়ার পর খুলে দেখি শুধু তিন পিস দিয়েছে! জামাই হিসেবে এ দৃশ্য সহ্য করার মতো ছিল না। ২০২৫ সালে হয়তো একটি চিপসের প্যাকেটে শুধু এক পিস চিপস থাকবে।

ঝামেলার শুরু হবে ২০৩০ সালে। বরাবরের মতো শ্বশুরবাড়িতে চিপস নিয়ে যাব। দাম তখনও ১০ টাকা থাকবে। চিপসের প্যাকেটও একই থাকবে। কিন্তু খোলার পর ওরা কেবল প্যাকেট ভর্তি বাতাস পাবে। পাশ থেকে শালীরা বলে উঠবে, জামাইবাবু বাতাস নিয়ে আসছে। প্যাকেট ভর্তি বাতাস!

ঝামেলা এখানেই শেষ নয়। ২০৩৫ সাল। দুষ্টু শালী পাশ থেকে বলছে, ‘কি এক যুগ আইলোরে বাবা, আগে প্যাকেট ভর্তি বাতাস দিত এখন তো দেখি বাতাসের পরিমাণও অর্ধেক! অথচ দাম সেই ১০ টাকা আর প্যাকেটও সেইম।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা