× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলেপল্লীতে প্লাস্টিকের বিনিময়ে কম্বল

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:২৯ পিএম

প্লাস্টিকের বোতল দিলেই সুবিধাবঞ্চিত শীতার্ত শিশুদের দেওয়া হয় কম্বল

প্লাস্টিকের বোতল দিলেই সুবিধাবঞ্চিত শীতার্ত শিশুদের দেওয়া হয় কম্বল

প্লাস্টিক প্রতিনিয়ত নানাভাবে বিপন্ন করে তুলছে পরিবেশ। এমন ক্ষতির বিষয়ে জেলেপল্লীর শিশুদের সচেতন করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাটাখাল জেলেপল্লীতে স্বেচ্ছাসেবী সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন নিয়েছে ভিন্ন এক উদ্যোগ।

প্লাস্টিকের বোতল দিলেই সুবিধাবঞ্চিত শীতার্ত শিশুদের দেওয়া হচ্ছে কম্বল। প্রথম ধাপে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে প্লাস্টিকের বিনিময়ে কম্বল উপহার দেওয়া হয়। সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ বলে জানিয়েছেন এর সদস্যরা। তারা বলেন, ‘মঠবাড়িয়ায় প্রথমবারের মতো আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রম ভবিষ্যতেও চলবে। এর মাধ্যমে মূলত হাতেখড়ি ফাউন্ডেশন মানুষকে একটি বার্তা দিতে চায়। তা হচ্ছে, প্লাস্টিকের ফলে পরিবেশ যে হারে দূষিত হচ্ছে, তা ধীরে ধীরে হুমকি হয়ে উঠছে। এ প্লাস্টিকই পরে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এখন থেকেই সচেতন হওয়া দরকার।’

প্লাস্টিকের বোতল দিয়ে কম্বল নিতে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী চন্দন সরকার বলে, ‘কম্বল পেয়ে উপকার হইল। শীতের দিনে আমাদের শিশুদের পাশে দাঁড়াইছে অনেক আনন্দ লাগছে। প্লাস্টিকের বোতল দিয়া কম্বল, এইডা দিয়া নতুন কিছু শিখলাম।’ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া বলে, ‘আমি পাঁচটা বোতল দিয়া একটা কম্বল পাইছি। তাতে পরিবেশ সুরক্ষা পাবে, আমিও কম্বল পেয়ে খুশি।’

হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ‘আমাদের প্রোগ্রাম করার মূল উদ্দেশ্যটাই ছিল পরিবর্তন নিয়ে আসা। নীতিনির্ধারকদের এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে, আমরা চাইলেই কী না পারি। আমরা জিরো প্লাস্টিক ওয়েস্টের একটা সচেতনতামূলক ক্যাম্পেইন করে প্লাস্টিকের বিনিময়ে শীতার্ত মানুষকে উপহার হিসেবে কম্বল দিয়েছি। জিরো প্লাস্টিক ওয়েস্ট সম্পর্কে মানুষকে সচেতন করতে এ ধরনের ছোট ছোট উদ্যোগ নিলে একটা সময় এ প্লাস্টিক নিয়ে আমাদের আর হুমকির মুখে পড়তে হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা