× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের আগে রূপচর্চা

অদ্রীকা ইসলাম

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৫:৩০ পিএম

বিয়ের আগে রূপচর্চা

সামনেই বিয়ে, তার জন্য চলছে নানা ধরনের প্রস্তুতি। তবে এত কাজের মাঝে কনে হয়তো নিজের যত্ন নিতেই ভুলে যাচ্ছেন। ফিটফাট মেকআপ সেটআপ করতে আগে থেকেই নিতে হবে ত্বকের যত্ন

বিয়েতে সুন্দর করে সাজতে কে না চায়। পোশাক, সাজ সবকিছু হওয়া চাই পরিপাটি। হলুদ, বিয়ে, বউভাত- কমপক্ষে তিন-চার দিন ত্বকের ওপর চলে মেকআপের নানা পরত। সেই দিনগুলোর ফিটফাট মেকআপ সেটআপ করতে আপনাকে শুরু করতে হবে এ দিনের বেশ আগে থেকেই চর্চা। রূপসজ্জা তখনই সুন্দর লাগবে যখন আপনার ত্বক হবে লাবণ্যময় এবং কোনো মরা কোষ থাকবে না।
বিয়ের প্রায় দু-তিন মাস আগে থেকে করতে পারেন কিছু ঘরোয়া রূপচর্চা। তা না পারলে কমপক্ষে এক মাস আগে শুরু করতে হবে যত্ন। নিতে হবে একজন বিউটিশিয়ানের নিয়মিত পরামর্শÑ জানালেন রোজাস মেকওভারের স্বত্বাধিকারী ও বিউটি এক্সপার্ট সাইমা রোজা। তিনি মনে করেন, জীবনের এত গুরুত্বপূর্ণ দিনে ত্বকের ভেতরের সৌন্দর্য খুব বেশি দরকার। তাই খাবারদাবারও মেইনটেন করতে হবে। আর যারা বাইরে কাজ করেন তাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে নিয়মিত। বিয়ের মেকআপের আগে বেশ কিছুদিন নিজের স্কিনটা হেলদি করে নিলে প্রোগ্রাম শেষে মেকআপ রিমুভ করলেও ত্বকটা ভালো দেখাবে বলে তিনি মনে করেন।


বিয়ের আগে মেয়েদের প্রচুর স্ট্রেস যায়, রাতজাগা, রোদে ঘুরে শপিং অনেক কিছুর প্রভাবই চেহারায় পরে। চেহারা মলিন হয়ে যায়। এ সময় ভিটামিন বি কমপ্লেক্স, ই ক্যাপসুল সেবন করতে পারেন। এতে ত্বক ফ্রেশ দেখায়।
একটা রেগুলার স্কিন রুটিনে চলে আসুন-
  •  সকালে ঘুম থেকে উঠে মুখ ক্লিন করে টনিং করুন, ত্বক ময়েশ্চারাইজার করুন, ডে ক্রিম দিন। এরপর সারা দিন শেষে অবশ্যই রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে ক্লিন করে একটা ময়েশ্চারাইজার নাইট ক্রিম ব্যবহার করুন।
  •  রাতে আই ক্রিম লাগান, সপ্তাহে দুই দিন মাথায় হালকা গরম তেল ম্যাসাজ করুন।
  •  হাতে-পায়ে বা বাহুর নিচে কালো দাগ থাকলে প্রতিদিন লেবু দিয়ে ঘষবেন।
  •  ঠোঁটে কাঁচা দুধ একটা কটনে ভিজিয়ে ঘষলে মরা চামড়াগুলো সহজেই উঠে যাবে।
  •  এরপর দিন যত এগিয়ে আসবে রূপচর্চার ধরনও একটু বদলাবে। যেমন বিয়ের আগের লাস্ট ফেসিয়ালটা করিয়ে ফেলুন। কারণ একদম বিয়ের দিনের কাছে গিয়ে ফেসিয়াল করলে আর তা সুট না হলে হিতে বিপরীত হতে পারে। তাই এটি করে ত্বকের সঙ্গে অ্যাডজাস্ট হতে সময় দিন। চুলও একটু ছেঁটে নিতে পারেন।
  •  এবার থেকে গোসলের আগে বিভিন্ন ন্যাচারাল প্যাক লাগান। যেমন কফি ও মধুর প্যাক, চালের আটার সঙ্গে সামন্য হলুদ মিশিয়ে প্যাক অথবা মুলতানি মাটির একটা প্যাক। উপটানও রাখতে পারেন।
  •  প্রতিদিন রাতে দুধের সঙ্গে কাঁচা হলুদ মিক্সড করে খান; এতে ত্বক উজ্জ্বল হবে।
  • বিয়ের সপ্তাহখানেক আগে পারলারে গিয়ে সুন্দর একটা ম্যাসাজ নিয়ে নিন। অথবা ব্রাইডাল ম্যাসাজ বলেও অনেক সময় প্যাকেজ থাকে হাত-পাসহ তা-ও করে নিতে পারেন।
  • চুল স্পা করিয়ে নিন। অবশ্যই ভ্রু প্লাক করে ফেলুন। বিয়ের এ কদিন আগে হলুদ আর বেসনের প্যাক মুখসহ হাত-পায়ে মেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • এরপর বিয়ের দিন সকালে উঠে নিজের কিছু যত্ন-আত্তি করতে হবে। সব পারলারের সাজের ওপর ছাড়লে হবে না।
  • সকালে একটা ফ্রেশ গোসল করে চুলটা শুকিয়ে নিন। নিত্যদিনের মতোই ত্বকে ময়েশ্চারাইজার, টোনার লাগিয়ে নিন। এখন শীতকাল তাই ময়েশ্চার রাখতে হবে ত্বক। আর গরমকাল হলে মুখে পাঁচ-ছয়টা বরফ ঘষে নিতে পারেন।
এভাবেই এক মাসের রূপচর্চায় আপনাকে এ দিনটায় করে তুলবে অনন্য।
টিপস
  • কোনো দুশ্চিন্তা করবেন না।
  • মনমরা হয়ে থাকা যাবে না। এতে চেহারায় প্রভাব পড়বে।
  • প্রচুর পানি পান করুন, এতে ত্বক সজীব থাকবে।
  • কোথায় সাজবেন, কার কাছে সাজবেন তা মাস দুয়েক আগেই বুকিং দিয়ে রাখুন।
  • বেশি রাত না জাগার চেষ্টা করুন।
  • বাইরে শপিংয়ে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
  • বাইরে থেকে এসে মুখ ক্লিন করুন।
  • শীতকাল হলেও মেকআপ শেষে দু-তিন বার সেটিং স্প্রে করুন। এতে মেকআপ ক্র্যাক হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা