× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃত্তি

বিশ্বব্যাংকের ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

সাহিদা আক্তার

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৪:৩২ পিএম

বিশ্বব্যাংকের  ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

জাপান ও বিশ্বব্যাংক স্নাতকোত্তরে বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন।

বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন এ বৃত্তির জন্য। প্রতি বছর শিক্ষার্থীরা দুটি সময়ে এ বৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। অ্যাপ্লিকেশন উইন্ডো-১-এ ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পেরেছেন আগ্রহী প্রার্থীরা। এ ধাপে নির্বাচিতদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২-এ আবেদন শুরু হবে ২৫ মার্চ। এ ধাপে আবেদন চলবে ২৪ মে পর্যন্ত। নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে আসছে জুনে। জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সাসেক্স, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে।

সুযোগসুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি।
  • বিমানে আসা-যাওয়ার খরচ।
  • চিকিৎসা বিমা।
  • মাসিক উপবৃত্তি; যার মাধ্যমে আবাসন, খাবার ও বই কেনার ব্যয় বহন করা যাবে।

যোগ্যতা

  • বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।
  • কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • আবেদনের তারিখের কমপক্ষে তিন বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে।
  • উন্নয়ন সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করতে এবং বিস্তারিত জানতে দেখুন https://www.worldbank.org/en/ programs/scholarships/jj-wbgsp

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা