× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিফটে আটকা পড়ে নিজেদের বিয়ের অনুষ্ঠানে যেতে পারলেন না দম্পতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৫:৩৭ পিএম

দমকল বাহিনীর সঙ্গে নবদম্পতি ভিক্টোরিয়া ও পানব ঝা। ছবি : সংগৃহীত

দমকল বাহিনীর সঙ্গে নবদম্পতি ভিক্টোরিয়া ও পানব ঝা। ছবি : সংগৃহীত

গাঁটছড়া বেঁধেছেন কদিন আগেই। এবারে স্বজন ও বন্ধুদের নিয়ে আয়োজন করা হলো বিবাহত্তোর সংবর্ধনার। সাজগোজ করে নবদম্পতি পৌঁছেও গেলেন সেই হোটেলে। হোটেলের ১৬ তলায় যেতে হবে তাদের। কিন্তু লিফটে উঠেই হলো বিড়ম্বনা। যান্ত্রিক ত্রুটির কারণে নিচতলা ও এক তলার মাঝামাঝি আটকে গেলেন তারা। যে কারণে নিজেদের বিয়ের অনুষ্ঠানেই আর যাওয়া হলো না ওই দম্পতির।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার শার্লট শহরের গ্র্যান্ড বোহেমিয়ান হোটেলে। সেখানে নবদম্পতি ভিক্টোরিয়া ও পানব ঝার সঙ্গে ছিলেন তাদের আরও চারজন অতিথি। তাদের মধ্যে ভিক্টোরিয়ার বোনও ছিলেন। আটকা পড়া দম্পতিসহ বাকিদের দমকল বাহিনীর কর্মীরা এসে উদ্ধার করেন।

পানব ঝা বলেন, ‘আমরা সম্ভবত পাঁচ ফুট ওপরে যাই, তার পরই লিফট বন্ধ হয়ে যায়।’

দমকলকর্মী ডেভিড বাড জানান, প্রাথমিকভাবে তাদের উদ্ধারে নানান চেষ্টা করা হয়। সেসব কাজ না করলে দড়ি দিয়ে তাদের উদ্ধার করা হয়।

শার্লট দমকল বাহিনী ১৯ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে নবদম্পতির ছবিসহ ঘটনাটি শেয়ার করে।

নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে তারা লেখেন, যদিও শার্লট দমকল বাহিনীকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তবে আমরা যে তাতে বিনা আমন্ত্রণে ঢুকে পড়েছি তা-ও কিন্তু নয়। আজ সকালে আমাদের সদস্যরা একটি হোটেলের লিফটে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করেন। এর পরই ঘটনাটি নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। সেই পোস্টে অনেকেই ঝা দম্পতিকে নতুন জীবনের জন্য শুভকামনা জনিয়েছেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা