× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াই হাজার টাকা চুরি করে ১৪ বছর গুহায়!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১২:০৭ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১২:৪১ পিএম

যে গুহায় লিউ ১৪ বছর কাটিয়েছেন। ছবি: সংগৃহীত

যে গুহায় লিউ ১৪ বছর কাটিয়েছেন। ছবি: সংগৃহীত

চুরি করেছেন প্রায় আড়াই হাজার টাকা। আর তাই পুলিশের ঘাঁ থেকে নিজেকে বাঁচাতে জীবনের ১৪ বছর কাটিয়ে দিলেন পাহাড়ের গুহায়। এমন ঘটনায় হতবাক পুলিশ সদস্যরাও।

এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে চীনে। লিউ মউফু সেই ব্যক্তি যিনি এ কাজ করেছেন। ২০০৯ সালে ওই চুরির ঘটনার পর পালিয়ে গুহায় চলে যান তিনি।

চীনের হুবেই প্রদেশের এনশির  শহরের একটি গ্রামে থাকতেন লিউ। বয়স যখন তার ত্রিশের কোঠায়। তখন তিনি তার শ্যালক ও আরেক সহযোগীসহ একটি গ্যাস স্টেশনে চুরির সিদ্ধান্ত নেন। গ্যাস স্টেশন থেকে তারা ১৫৬ ইউয়ান বা বাংলাদেশি মূল্যে ২ হাজার ৪১৭ টাকা চুরি করেছিলেন। যার মধ্য খাবারের পেছনে ৬০ ইউয়ান বা ৯৩০ টাকা খরচ করে বাকিটা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে নেন।

এর মধ্যে বাকি দুই সঙ্গীকে ধরে ফেলেছে জানতেই দূরবর্তী পাহাড়ের গুহায় চলে যান লিউ। তবে জেল থেকে বাঁচতে গিয়ে ১৪ বছরের এক নির্বাসন জীবন কাটালেন লিউ।

গুহায় থাকা অবস্থায় শিকার করে জীবন কাটিয়েছিলেন। মাঝে মাঝে খাবার চুরিও করতেন। উৎসবের সময় নিজের বাড়ি গিয়ে পরিবারের সাথে দেখাও করতেন তিনি। তবে লিউর পরিবার তার অবস্থা সম্পর্কে অবগত ছিলো কি না তা এখনও স্পষ্ট নয়। কিন্তু তারা তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে রাজি করানোর চেষ্টা করেছিলেন।

এভাবেই একে একে কেটে যায় ১৪ বছর। তারপর লিউ অবশেষে সিদ্ধান্ত নেন তার এই গুহাবাসী জীবনের অবসান ঘটিয়ে আত্মসমর্পণ করার।

স্থানীয় সংবাদমাধ্যমকে লিউ জানান, তার বয়স এখন প্রায় ৫০ এর কাছাকাছি। তার একটি নাতিও আছে।

তিনি বলেন, ‘আমি এখন স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’

চীনের আইন অনুযায়ী লিউর ৩ থেকে ১০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা