× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে ক্রোয়েশিয়ার শহরে নিষিদ্ধ চাকাযুক্ত লাগেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৬:০০ পিএম

গেম অব থ্রোন্সের কিংস ল্যান্ডিং অংশের শুটিং হয়েছে দুব্রোভনিক শহরে। ছবি : সংগৃহীত

গেম অব থ্রোন্সের কিংস ল্যান্ডিং অংশের শুটিং হয়েছে দুব্রোভনিক শহরে। ছবি : সংগৃহীত

প্রাকৃতিক সৌন্দর্য ও আকর্ষণীয় স্থাপত্য নিদর্শনের নগরী ক্রোয়েশিয়ার দুব্রোভনিক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক প্রতি বছর শহরটিতে ঘুরতে আসেন। কিন্তু এই পর্যটকদের আনাগোনাই শহরবাসীর জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুব্রোভনিকের বাসিন্দারা নগর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন, পাথুরে রাস্তায় পর্যটকদের লাগেজ আনা-নেওয়া করায় যে শব্দ হয়, তা তাদের সারা রাত জাগিয়ে রাখে।

এ শব্দদূষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র মাতো ফ্রাঙ্কোভিচ নতুন নিয়ম চালু করেছেন। এখন থেকে পর্যটকরা দুব্রোভনিকের ওল্ড টাউনে ঘুরতে এলে চাকাযুক্ত লাগেজ নিয়ে আসতে পারবেন না। এর ব্যতিক্রম হলে লাগেজধারীকে ২৮৮ ডলারের মোটা জরিমানা গুনতে হবে। এ পদক্ষেপটি দুব্রোভনিকের ট্যুরিস্ট অফিসের শহরকে সম্মান করুন উদ্যোগের একটি অংশ।

দুব্রোভনিক শহরটি মূলত পরিচিতি লাভ করে এইচবিওর জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেম অব থ্রোন্সের কিংস ল্যান্ডিংয়ের অবস্থানের জন্য।

দ্য দুব্রোভনিক টাইমসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরেই এখন পর্যন্ত ২ লাখ ৮৯ হাজারের বেশি দর্শনার্থী এ শহরে এসে থেকেছেন। আর দিনে এসে দিনেই চলে গেছেন এমন পর্যটকের সংখ্যা ছিল ৭ লাখ ৬৩ হাজারের বেশি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা