প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১২:০৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১২:২৫ পিএম
প্রতীকী ছবি
বাবার চোখের সামনেই ‘মৃত’ মেয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। সেই মৃত মেয়েই কিছু দিন পরে বাবাকে ভিডিওকল করে জানাল, সে বেঁচে আছে। সম্প্রতি বিহারের পাটনায় ঘটেছে এমন এক ঘটনা।
জানা গেছে, অংশু কুমার নামের এক তরুণী প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি এবং থানাপুলিশ করেও তাঁর খোঁজ পাননি।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে একটি জলাশয় থেকে ক্ষতবিক্ষত একটি মরদেহ উদ্ধার করা হয়। পরনের পোশাকে সাদৃশ্য থাকায় মরদেহটি নিজেদের মেয়ের বলে দাবি করে অংশুর পরিবার।
কিন্তু চেহারা থেঁতলে যাওয়ায় সেটি কার মরদেহ তা সুস্পষ্টভাবে বোঝা যায়নি। তারপর অন্য কেউ ওই মরদেহের দাবি নিয়ে হাজির না হওয়ায় অংশুর পরিবারকেই মরদেহটি হস্তান্তর করে স্থানীয় প্রশাসন। পরিবার যথাযথভাবে তার শেষকৃত্য সম্পন্ন করে।
পরে পুলিশ সূত্রে জানা যায়, ওই দেহ অংশুর নয়। অংশু প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে জেলারই অন্য একটি অংশে সংসার পেতেছেন।
অংশু ভেবেছিলেন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন না। কিন্তু তাঁর মৃত্যুর খবরে পরিবার ভেঙে পড়েছে শুনে নিজেকে আর স্থির রাখতে পারেননি তিনি। সরাসরি বাবাকে ভিডিওকল করে তিনি বলেন, বাবা, আমি বেঁচে আছি। বাকি ইতিবৃত্তও পরিবারকে জানান তিনি।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অংশু বলে যার মরদেহটি দাহ করা হয়েছে, সেটিও এক তরুণীর। ভিন্ন জাতে বিয়ে করায় পরিবার তাকে অনার কিলিং করেছে বলে জানা গেছে। ওই তরুণীর বাবা-মা পলাতক। পুলিশ তাঁদের খুঁজছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা