× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকেশ রোশনকে চন্দ্রবিজয়ী বানিয়ে দিলেন মমতা ব্যানার্জি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৫:৩৩ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৪:২৪ পিএম

রাকেশ রোশনকে চন্দ্রবিজয়ীও বলেছেন মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত

রাকেশ রোশনকে চন্দ্রবিজয়ীও বলেছেন মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত

চন্দ্রযান-৩ মিশনের সাফল্যে কাঁপছে গোটা ভারত। দলমত নির্বিশেষে সব মানুষই অভিনন্দন জানাচ্ছে দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোকে। কারণ এই সফল অভিযানের মাধ্যমে চাঁদে রোভার পাঠানো ৪ দেশের মধ্যে এখন একটি হচ্ছে ভারত। কিন্তু এবার সেই সাফল্যে অভিনন্দন জানাতে গিয়ে ভুলভাল কথাবার্তা বলে হাস্যরসের জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এক ইভেন্টে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে ইসরোকে অভিনন্দনবার্তা জানাতে গিয়ে মহাকাশচারী রাকেশ শর্মা এবং বলিউড অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের নাম বদলিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, রাকেশ রোশনকে তিনি চন্দ্র বিজয়ী হিসেবেও উল্লেখ করেন তার বক্তব্যে।

মমতা ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গের জনগনের পক্ষ থেকে আমি ইসরোকে আগাম অভিনন্দন জানাই। এ কৃতিত্ব বিজ্ঞানীদের। এ কৃতিত্ব দেশের। যখন রাকেশ রোশন চাঁদে অবতরণ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন, চাঁদ থেকে ভারত কেমন দেখাচ্ছে?

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা তাকে নিয়ে ব্যাপক ট্রল করেছে।

আসলে রাকেশ রোশন নয়, মহাকাশে প্রথম ভারতীয় হিসেবে ১৯৮৪ সালে সোভিয়েত মহাকাশযান সয়ুজ টি-১১ এ করে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট রাকেশ শর্মা। সেখান থেকেই তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেন। গান্ধীর সে প্রশ্নের জবাবে রাকেশ শর্মা বলেছিলেন কবি আল্লামা ইকবালের বিখ্যাত লাইন, সারে জাহান সে আচ্ছা (বিশ্বের থেকেও চমৎকার)।

আর চাঁদের কথা বললে, সেখানকার মাটিতে পা রাখা ১২ জনের কেউই ভারতীয় নন। 


সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা