× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির নিচে জাদু দেখিয়ে কিশোরের বিশ্ব রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১৬:৪৫ পিএম

পানির নিচে জাদু দেখাচ্ছে অ্যাভেরি এমারসন। ছবি : সংগৃহীত

পানির নিচে জাদু দেখাচ্ছে অ্যাভেরি এমারসন। ছবি : সংগৃহীত

বুদ্ধি হওয়ার পর থেকে সারাক্ষণ জাদু নিয়ে মেতে থাকত অ্যাভেরি এমারসন। ১৩ বছর বয়সি যুক্তরাষ্ট্রের এ কিশোর সম্প্রতি পানির নিচে জাদু দেখিয়ে মুগ্ধতা ছড়িয়েছে। করেছে বিশ্ব রেকর্ড। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এমারসননের পানির নিচে জাদু দেখানোর একটা ভিডিও শেয়ার করা হয়। ভিডিও বিবরণীতে লেখা হয়, পানির নিচে অসামান্য জাদু প্রদর্শন করায় ১৩ বছর বয়সি স্কুবা ডাইভার অ্যাভেরি এমারসন ফিশারকে অভিনন্দন!

ভিডিওটি এখন শনিবার (১৮ নভেম্বর) পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ভিউ হয়েছে। পোস্টটিতে লাইক পড়েছে ৫ হাজারেরও বেশি। অসংখ্য দর্শক সেখানে প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘বাহ! জাদুটি চমৎকার। আসুন, তাকে উৎসাহিত করি।’ অরেকজন লিখেছেন, ‘অত্যন্ত চিত্তাকর্যক জাদু।’ তৃতীয় অরেক ব্যক্তি লিখেছেন, ‘তুমি দুর্দান্ত জাদু দেখিয়েছ। এ ছাড়া অনেকেই শুধু হাততালির ইমোকটিন ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর অ্যাকুয়ারিয়াম অব দ্য বে-তে পানির নিচে ডুব দিয়ে মাত্র ৩ মিনিটে ৩৮ রকমের জাদু দেখিয়ে নতুন রেকর্ড গড়েছে অ্যাভেরি। তার আগে ২০২০ সালে ব্রিটিশ জাদুকর মার্টিন রিস ডুবন্ত অবস্থায় ২০ টি জাদু দেখিয়ে রেকর্ড গড়েছিলেন।

রেকর্ড গড়ার পর এভেরি বলে, ‘আমি চাই সবাই যেন সমুদ্র রক্ষায় আরও সচেতন হয়। এ ছাড়া আমার বয়সিরা যেন স্কুবা ডাইভিংয়ে আরও বেশি বেশি আগ্রহ দেখায়।’ 

জানা গেছে, করোনা মহামারির সময় অ্যাভেরির বয়স ছিল ১০। তখনই সে শখের বসে জাদু অনুশীলন শুরু করেছিল। এ ছাড়া তার আরেকটি শখ ছিল স্কুবা ডাইভিং বা পানির নিচে ডুব দেওয়া। পরে দুই শখকে একসুতোয় বাঁধতে পানির নিচে জাদু অনুশীলন শুরু করে অ্যাভেরি। সেই অনুশীলন তার হাতে বিশ্ব রেকর্ড এনে দিল।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা