× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাত্রীর খোঁজে ব্যতিক্রমী বিজ্ঞাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩০ পিএম

সমাজে উপযুক্ত নারীর স্বল্পতার কারণে পাত্রী খোঁজার এ অভিনব পথ নিয়েছেন দিপেন্দ্র রাঠোর। ছবি : সংগৃহীত

সমাজে উপযুক্ত নারীর স্বল্পতার কারণে পাত্রী খোঁজার এ অভিনব পথ নিয়েছেন দিপেন্দ্র রাঠোর। ছবি : সংগৃহীত

মানুষ কত বিচিত্র কিছু করে। তাই বলে পাত্রীর খোঁজে নিজের অটোরিকশায় জীবনবৃত্তান্ত ঝুলিয়ে ঘুরে বেড়ানো একটু ব্যতিক্রম। ভারতের উত্তর প্রদেশের ৩০ বছর বয়সী দিপেন্দ্র রাঠোর এমন খাণ্ড হইচই ফেলে দিয়েছে। 

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই অঙ্গরাজ্যের দামোহ শহরের বাসিন্দা দিপেন্দ্র রাঠোর। এভাবে পাত্রী খোঁজা প্রসঙ্গে রাঠোর বলেন, সমাজে উপযুক্ত নারীর ব্যাপক স্বল্পতা রয়েছে। উপযুক্ত নারী খোঁজে পেতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। 

রাঠোর জানান, এর আগে তিনি একটি ঘটকালি গ্রুপে যোগ দিয়েছিলেন। গ্রুপটি অবিবাহিত নারী-পুরুষকে উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে সহায়তা করে। কিন্তু তিনি তার নিজ শহরে কোন উপযুক্ত সঙ্গী খুঁজে পাননি।

ফলে প্রচলিত প্রথার বাইরে যেয়ে পাত্রী খুঁজে পেতে তার নিজস্ব ইলেকট্রনিক রিকশার একপাশে জীবনবৃত্তান্তসহ বিজ্ঞাপন যোগ করেছেন তিনি।

এই বিজ্ঞাপনটি মূলত হিন্দি ভাষায় লেখা। এতে তার উচ্চতা, জন্ম দিবস, জন্মের সময়, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা ও গোত্রের বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে। 

দিপেন্দ্র জানান, তিনি যেকোনো ধর্ম, বর্ণ ও গোত্রের নারীদের কাছ থেকে আসা বিয়ের প্রস্তাব বিবেচনায় নিতে আগ্রহী। দামোহ শহরের বাইরের নারীদেরকেও পাত্রী হিসেবে বিবেচনা করছেন তিনি। 

প্রথাগতভাবে এ অঞ্চলের বাসিন্দারা নিজেদের এলাকার মানুষকেই বিয়ে করতে স্বচ্ছন্দ বোধ করে থাকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা