× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইফোনের বিনিময়ে খাবার কিনল পকেটমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ০৯:০২ এএম

ভারতে ক্ষুধা মেটাতে চুরি করা আইনফোন দিয়ে খাবার কিনে এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

ভারতে ক্ষুধা মেটাতে চুরি করা আইনফোন দিয়ে খাবার কিনে এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

কবি সুকান্ত ভট্টাচার্য্য তার ‘হে মহাজীবন’ কবিতায় বলেছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। সম্প্রতি সেই কথাটি আবারও সত্য বলে প্রমাণিত হলো। ক্ষুধার যন্ত্রণার কছে হার মানল আইফোনের মতো দামি স্মার্টফোনের প্রলোভন। ভারতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, সম্প্রতি দিল্লি থেকে গোয়ায় যান এক ব্যক্তি। সেখানে তিনি একটি পার্টিতে যান। পার্টিতে মৌজ-মাস্তি শেষে ফেরার সময় তার আইফোনটি খোয়া যায়। এক সহপার্টিগামী ব্যক্তি তার আইফোনটি চুরি করেছিল। 

আইফোন হাতিয়ে নেওয়া ব্যক্তি বেশ ক্ষুধার্ত ছিল। তাই একটি রেস্তোরাঁ থেকে এক প্লেট পাও ভাজি (ভারতের একটি জনপ্রিয় খাবার) কেনার বদলে আইফোনটি দিয়ে দেন ‘পকেটমার’।

আইফোনটির মূল্য ৬০ হাজার থেকে দেড় লাখ রুপি। অন্যদিকে একটা পাও ভাজির মূল্য স্থানীয় দোকানে ১০০ রুপি। অভিজাত রেস্তোরাঁয় ৫০০ রুপি। 

ভুক্তভোগী পরবর্তীতে আইফোন ফিরে পেয়েছেন। সমাজমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘গোয়ায় এক মাতাল পকেটমার আমার ফোন চুরি করেছিল। অবশ্য আমিও মাতাল ছিলাম। তারপর মাতাল ছেলেটির ক্ষুধা লাগে। সে পাও ভাজি খাওয়ার জন্য একটি ছোট্ট দোকানে যায়। কিন্তু তার কাছে পাও ভাজির মূল্য পরিশোধের জন্য কোনো অর্থ ছিল না। তাই সে আমার লাল আইফোনটির বিনিময়ে ভাজি পাও কেনে।’ 

আইফোন ফিরে পাওয়া প্রসঙ্গে ওই ব্যক্তি এক্সে আরেকটি পোস্টে লেখেন, ‘রেস্তোরাঁ মালিক আইফোনটি নিয়ে চার্জ দেন। কল দিলে ধরে আমার সঙ্গে কথা বলেন। হারিয়ে যাওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর ৬০ কিলোমিটার দূরের একটি রেস্তোরাঁ থেকে আইফোনটি উদ্ধার করা হয়।’ 

এক সমাজমাধ্যম ব্যবহারকারী হাস্যরসাত্মকভাবে এ পোস্টের উত্তরে লিখেছেন, ‘ওহ, পাও ভাজিটি অবশ্যই অনেক ভালো ছিল।’ 

সূত্র : এনডিটিভি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা