× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংক্রামক ফাঙ্গাস নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৯:০১ পিএম

২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় তিনগুণ বেড়েছে। ছবি : সংগৃহীত

২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় তিনগুণ বেড়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সংক্রামক ফাঙ্গাসের বিস্তার আতঙ্কজনক হারে বেড়েছে। ২০২১ সালে আগের বছরের তুলনায় দেশটিতে রোগটিতে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। বেড়েছে মৃত্যুহারও। এটা নিয়ে দেশটির ডাক্তারদের একটি সংগঠন সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। 

দ্য আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানসের সোমবার (২০ মার্চ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩১০ জন মানুষ ক্যান্ডিডা অরিস বা ফাঙ্গাসে আক্রান্ত হয়। পরের বছর ২০২১ সালে তা তিনগুণ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪১ জন। ফাঙ্গাস সংক্রমের বিষয়টি উদ্বেগজনক। এটা প্রতিরোধে শিগগির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ফাঙ্গাসে আক্রান্তদের প্রায় ৬০ শতাংশের মৃত্যু হয়েছে। এ অবস্থায় ২০১৯ সালে সংক্রামক রোগটিকে ‘আশু হুমকি’ বলে সতর্ক করে যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। 

ফাঙ্গাসের বিস্তারের সঙ্গে অনেক বিষয় জড়িত। বিশেষ করে মানুষের জীবনযাপন, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া ইত্যাদির কারণে মানুষ ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছে। 

এটি সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তি বা জীবাণু বহনকারী বস্তুর সংস্পর্শে এলে যে কেউ সহজে আক্রান্ত হতে পারে। হাসপাতালে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই হাসপাতালে গেলে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করতে হবে। বের হওয়ার পর সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে ফেলতে হবে। 

ফাঙ্গাসের বিস্তারকে ‘জনস্বাস্থ্যের জন্য হুমকি’ বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অন্যদিকে ফাঙ্গাস শুধু যুক্তরাষ্ট্রে নয়, এটি দ্রুত সারা বিশ্বে ছড়ি পড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞদের একটি অংশ। 

২০২১ সালে সিডিসির এক প্রতিবেদনে বলা হয়, ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ওই বছর পর্যন্ত অন্তত ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণ হারিয়েছে অন্তত ১৫ লাখ মানুষ।

সূত্র : সিএনএন



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা