× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ৩৭২ জন হাসপাতালে

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৩:৪০ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৬:৪৩ পিএম

 হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা। প্রবা ফটো

হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা। প্রবা ফটো

রাজবাড়ীতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে ৯ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১২ জন, বালিয়াকান্দিতে ৬ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২ জনসহ মোট ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২৩ জুলাই) রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা আক্রান্ত ডেঙ্গু হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়, শনিবার দুপুর পর্যন্ত জেলা সদর হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ১১ জন বাড়ি ফিরেছেন। আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেশিরভাগ রোগী রাজবাড়ী শহর থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

হাসপাতালগুলো ঘুরে দেখা গেছে, ডেঙ্গু ও সাধারণ রোগীদের একই স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগীদের মাঝে ডেঙ্গু আক্রান্তের ঝুকি রয়েছে। অনেক রোগীকে ফ্লোর এবং বারান্দায়ও চিকিৎসা নিতে দেখা গেছে।

হাসপাতালে আসা রোগীর স্বজন সুফিয়া বেগম বলেন, হাসপাতালের বাথরুম ও কক্ষগুলো নোংরা। ভালো মানুষও রোগী হয়ে যায় হাসপাতালে এলে। তারপর আবার স্যালাইনসহ অন্যান্য ঔষধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন সূর্যনগর এলাকার রুবেল, তিনি এখানে কয়েকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপে তিনি প্রথমে ভর্তি হতে পারেননি। চারদিন পর অবস্থার অবনতি হলে তিনি ভর্তি হন। এখন ভালো আছেন বলেন জানান তিনি।

ডেঙ্গু চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসা রেগীর স্বজন মো. মজনু বলেন, তাদের হাসপাতাল থেকে কোনো স্যালাইন ও ঔষধ দেওয়া হয়নি। বাইরে থেকে কিনতে হয়েছে ডেঙ্গু চিকিৎসার সব ঔষধ।

বর্তমানে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে দুজন ও পুরুষ ওয়ার্ডে সাতজন ভর্তি রয়েছেন। উপজেলা হাসপাতালগুলো মিলে মোট ২৯ জন ভর্তি রয়েছেন। জেলায় এ পর্যন্ত ৩৭২ জন ডেঙ্গু আক্রান্ত হলেও চিকিৎসা সেবা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৪ জন।

রাজবাড়ী সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সেবিকা মুক্তি রানী দাস বলেন, সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের সাধ্য মত। সদর হাসপাতালে আজ পুরুষ ও শিশু ওয়ার্ডসহ ৯ জন ভর্তি রয়েছেন।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত এক মাসে রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আমরা যাথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি রোগীদের চিকিৎসা সেবা দিতে।’

রোগীদের  প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছে না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে স্যালাইনসহ ডেঙ্গু রোগীদের সব ঔষধ সরবরাহ করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা