টাঙ্গাইল প্রতিবেক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৫:৩৫ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৬:১১ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (২০ আগস্ট) ভোরে একজন এবং শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় অপরজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন জেলার দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার ও দেউলাকান্দি গ্রামের রিজিয়া বেগম। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট পাঁচ জন।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের উপপরিচালক ডা. আলী হাসান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ওই দুজন ডেঙ্গু জ্বর নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে কুমুদিনী হাসপাতালে আরও ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। নতুন করে ৪২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, সখীপুর উপজেলায় ৩ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন, মধুপুর উপজেলা ২ জন, গোপালপুর উপজেলায় ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৭ জন রয়েছেন।