প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৯:২৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৫৬ পিএম
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশু। ফাইল ফটো
দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৪ জনে। এর মধ্যে চলতি আগস্টের ২৪ দিনে রোগটিতে ২৬৩ জন মারা গেছে। আর চলতি মাসে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৭৯৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ২০১ জন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯২৬ জন। ঢাকার বাইরে ১ হাজার ২৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৬ জন। এর মধ্যে ঢাকার ৭৩৭ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৩৩৯ জন।
নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৬৩০ জনে। এর মধ্যে ঢাকায় ৫১ হাজার ৯৫৩ জন এবং ঢাকার বাইরে ৫৬ হাজার ৬৭৭ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৭৪ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৭ হাজার ৯৪২ জন।
গত মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৫৪ জন। এ সময় ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়।