প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৬ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৬ পিএম
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শয্যা সংকটের কারণে ডেঙ্গু আক্রান্ত শিশু রোগীদের এক বেডে দুজনকে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ফাইল ফটো
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১৯ দিনে ডেঙ্গুতে ২৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৯৮৭ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩ হাজার ২৭ জন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮৪৯ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ১৭৮ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৫০ জন। এর মধ্যে ঢাকার ৮৯২ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫৮ জন।
নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ঢাকায় ৭৪ হাজার ৯৭৬ জন এবং ঢাকার বাইরে ৯৮ হাজার ৮১৯ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন। আর হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ১০২ জন।
আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। এ সময় ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়। আর জুলাই মাসে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।