× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসার আক্রান্তদের আনন্দময় একদিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:১০ এএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৯ এএম

ক্যানসার রোগীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। প্রবা ফটো

ক্যানসার রোগীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। প্রবা ফটো

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসার রোগীদের আনন্দ দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজন করে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার।

আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণীয় ছিল ক্যানসার রোগীদের দিয়ে ছবি আঁকার কর্মশালা। যেখানে মনের মাধুরী মিশিয়ে নানা রঙের ছবি আঁকেন তারা। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী সোহাগ পারভেজ। তিনি রোগীদের উদ্দেশে জানান, রঙ মানুষের মনকে প্রশান্তি দেয়, আঁকাআঁকির ফলে আনন্দদায়ক যে অনুভূতির সৃষ্টি হয় তা একজন মানুষকে ভালো রাখতে সাহায্য করে।

বিকালে আয়োজনের দ্বিতীয় পর্বে অংশ নেন ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীরা। এ পর্বে তারা জানান ক্যানসার বিষয়ক তাদের বাস্তব অভিজ্ঞতা ও চিকিৎসাসংক্রান্ত অনুভূতি।

শেষ পর্বে ছিল ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্যানসার বিষয়ক সচেতনতামূলক মূল্যবান পরামর্শ এবং ক্যানসার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান। এ পর্বে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।

সাকিফ শামীম বলেন, ‘ক্যানসার মানেই যেন নিরানন্দ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, ক্যানসার হলে প্রত্যেক রোগী ও স্বজনের মধ্যে মানসিক উদ্বেগ কাজ করে। কিন্তু আমরা চেয়েছি ক্যানসার আক্রান্ত মানুষও আনন্দ করতে জানুক, তারা আরও জানুক ক্যানসার হলে ভয়ের কিছু নেই বরং দরকার একটু সচেতনতা। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চিকিৎসায় ক্যানসার সম্পূর্ণ ভালো হয়। তাই মনে জোর রেখে দ্রুত সঠিক চিকিৎসা করাতে হবে; তাহলে ক্যানসার আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না।’

তিনি বলেন, ‘আগে ক্যানসারের চিকিৎসা মানেই বিদেশনির্ভরশীলতা ছিল; যেখানে সময়, ভোগান্তি, অর্থের কথা চিন্তা করে মানুষের চিকিৎসা নিতে দেরি হতো। চিকিৎসা দেরিতে হওয়ার ফলস্বরূপ ক্যানসার অ্যাডভান্স লেভেলে চলে যেত, তখন চিকিৎসা খুব একটা কাজে আসত না। এখন দেশেই ক্যানসারের আন্তর্জাতিক মানের চিকিৎসা আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা