× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসি সম্মেলন

স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে নানা সংকটের কথা জানালেন জেলা প্রশাসকরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৮:৫৭ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১৯:২৭ পিএম

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। প্রবা ফটো

ডিসি সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, জনবল, অর্থ ও অবকাঠামো সংকটের কথা তুলে ধরেছেন জেলা প্রশাসকরা। মন্ত্রীও যত দ্রুত সম্ভব এসব সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন।

রবিবার (৩ মার্চ) বিকালে সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকরা অনেক জায়গায় জনবল সংকটের কথা জানিয়েছেন। অনেক জায়গায় বেডের সংখ্যা থেকে রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন। চাহিদা অনুযায়ী টাকা বরাদ্দ নেই বলেও জানিয়েছেন তারা। আমরা কথাগুলো শুনে তাদের দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তারা জানিয়েছেন, অনেক হাসাপাতালে অপ্রতুল জনবল থাকায় অতিরিক্ত রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে। এতে সাধারণ চিকিৎসাসেবা যে ব্যাহত হচ্ছে, এটা তাদের বক্তব্যে ফুটে উঠেছে। তাদের আশ্বাস দিয়েছি- রাতারাতি নয়, আস্তে আস্তে এসব সমস্যা সমাধান করব।’

একই সঙ্গে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে চলা অভিযানে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে নির্দেশনা একটাই ছিল, আমরা অবৈধ হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এসব প্রতিষ্ঠান তদারকি করতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে টিম যাবে সেই টিমকে যেন তারা সর্বাত্মক সহযোগিতা করেন।

‘কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুডিসিয়াল ক্ষমতা নেই, সেটা জেলা প্রশাসকদের আছে। অভিযানটা যেন সুষ্ঠুভাবে হয়, কোনো বাধা এলে তারা যেন আমাদের অবহিত করে। আমরা সারা বছর সুষ্ঠুভাবে অভিযান করে সব হাসপাতাল তদারকির কাজ সম্পন্ন করতে পারি,’ যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালের বিপরীতে জনবল কাঠামো নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী জনবল পদায়ন ও পদোন্নতি করতে কত সময় লাগতে পারেসাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কিছু দিন আগে জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে আমাদের দুই সচিবসহ বৈঠক করেছি। সেখানে আমাদের একটা স্ট্যান্ডার্ড সেটআপ ছিল, আমরা সেটা দিয়েছি তারা অ্যাপ্রুভ করেছে। এই জনবল কাঠামো একবারে পূরণ করা সম্ভব নয়, কিছু সময় লাগবে। আমরা পর্যায়ক্রমে সেটি করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা