× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিয়ার স্বাধীনতার মধ্য দিয়েই শেষ হবে ইউক্রেন যুদ্ধ: জেলেনস্কি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৩:১৫ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৩:৫৭ পিএম

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর। ছবি: বিবিসি

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর। ছবি: বিবিসি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ যুদ্ধ শুরু হয়েছে ক্রিমিয়া দিয়ে, শেষও হবে ক্রিমিয়াকে দিয়ে। ক্রিমিয়া অংশে রাশিয়ার একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে জেলেনস্কি তার ভাষণে বিস্ফোরণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে এটা বলেন যে ক্রিমিয়া হলো ইউক্রেনীয়, তারা কখনো হার মানবে না।

তিনি আরও বলেন, আমরা কখনো ভুলব না এ যুদ্ধ শুরু হয়েছিল ক্রিমিয়াকে দখল করার মধ্য দিয়ে। তাই এ যুদ্ধ যেমন ক্রিমিয়াকে দিয়ে শুরু হয়েছে, তেমনি ক্রিমিয়াকে দিয়ে, এর স্বাধীনতার মধ্য দিয়েই এ যুদ্ধের শেষ হবে।

স্থানীয় সময় মঙ্গলবার ক্রিমিয়া উপদ্বীপের সমুদ্রতীরবর্তী রিসোর্টের কাছে রাশিয়ান একটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। মস্কো জানিয়েছে কোনো আক্রমণের কারণে নয়, বরং ঘাঁটিতে রাখা গোলাবারুদ বিস্ফোরণের ফলে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম উপকূলে নভোফেডোরিভকার কাছে সাকি বিমানঘাঁটি থেকে বেলা ৩টা ২০ মিনিটের দিকে তারা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে তা রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেয়। রুশ নাগরিকদের অবকাশযাপনের অন্যতম গন্তব্য ক্রিমিয়া। রাশিয়ান বাহিনী ইউক্রেনে প্রবেশের পর থেকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের অন্য অঞ্চলগুলোতে যে তীব্র বোমাবর্ষণ এবং সশস্ত্র যুদ্ধ জারি করেছে তা থেকে এখন পর্যন্ত নিরাপদ রয়েছে অঞ্চলটি।

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার সঙ্গে ইউক্রেন জড়িত নয় বলে নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পদোলিয়াক।

ক্রিমিয়ায় ইউক্রেনের যেকোনো ধরনের হামলা গুরুতর বিপর্যয় ডেকে আনতে পারে। গত মাসে এমনই সতর্কবার্তা উচ্চারণ করে মস্কো জানিয়েছিল, যদি ইউক্রেন ক্রিমিয়ায় আক্রমণ করে, এর পরিণতি হবে ভয়াবহ।

জেলেনস্কি তার বক্তব্যে বলেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধ শেষ হওয়ার আগেই ক্রিমিয়া অংশকে ইউক্রেন আবার নিজেদের দখলে নিতে পারবে।

প্রবা/এনএস/ম.ই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা