× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবারের জন্য খাবার জুটবে কি না, শঙ্কায় কানাডীয়রা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২ ১৪:৩১ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২ ১৪:৪৬ পিএম

অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তিত সাধারণ কানাডীয়রা। ছবি : সংগৃহীত

অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তিত সাধারণ কানাডীয়রা। ছবি : সংগৃহীত

ইতিহাসের ভয়াবহতম উচ্চ মুদ্রাস্ফীতি ও আসন্ন মন্দা নিয়ে চিন্তা বাড়ছে কানাডীয়দের। নতুন এক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি প্রাপ্তবয়স্ক কানাডীয় ভয় পাচ্ছেন যে তারা তাদের পরিবারের জন্য টেবিলে পর্যাপ্ত খাবার রাখতে পারবেন না। সেই পরিমাণ অর্থ তাদের কাছে থাকবে না।

গত মাসে কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের জন্য ‘ইপসোস’ পরিচালিত এক জরিপের ফলাফল বুধবার (৭ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে ৫৩ শতাংশ কানাডীয় তাদের খাবার কেনার সামর্থ্য থাকবে কি না তা নিয়ে ভয় পাচ্ছেন, এক মাস আগের তুলনায় যা ৯ শতাংশ বেশি।

এ ছাড়া অর্থনীতি নিয়েও উদ্বেগ বাড়ছে কানাডাতে। ৮৬ শতাংশ কানাডীয় আগামী বছরের আসন্ন মন্দা নিয়ে চিন্তিত। অক্টোবরে এর হার ছিল ৮৩ শতাংশ।

প্রায় ৪৮ শতাংশ কানাডীয় ছুটির মৌসুমে তাদের সামর্থ্যের বাইরে ব্যয় করা নিয়ে চিন্তিত। ৫২ শতাংশ মনে করেন (বড়দিনের মতো ছুটিতে) তারা তাদের প্রিয়জনকে উপহার দিতে পারবেন না।

৬১ শতাংশ মনে করেন সামনের দিনগুলোতে তারা হয়ত পেট্রলের খরচ মেটাতে পারবেন না। ৪২ শতাংশ মনে করেন, অর্থনীতির উন্নতি না হলে তারা চাকরি হারাতে পারেন।

ইপসোস পাবলিক অ্যাফেয়ার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শন সিম্পসন বলেন, ‘আমরা এত অল্প সময়ের মধ্যে বেশ উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। কানাডীয়দের স্পষ্টতই মন্দার আশঙ্কা, সুদের হার, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে উদ্বেগ বাড়ছে। ফলস্বরূপ আমরা নাটকীয় (জরিপে) পরিবর্তন দেখতে পাচ্ছি।’

চলতি বছর জুন মাসে কানাডার মুদ্রাস্ফীতির হার ৮.১ শতাংশ বেড়েছে। গত ৩৯ বছরে এ হার সর্বোচ্চ। এরপর থেকে অস্বাভাবিকভাবে মুদ্রাস্ফীতি প্রায় ৭ শতাংশ রয়ে গেছে। যেখানে ২০২২ সালের আগে ৩০ বছরে দেশটির মুদ্রাস্ফীতির হার সবসময় ৫ শতাংশের নিচে ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা