× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমালিয়ার রাজধানীর হোটেলে আল-শাবাবের হামলা

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১০:৪৬ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১১:৪৬ এএম

ছবি : আলজাজিরা

ছবি : আলজাজিরা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলের কাছে একটি আবাসিক হোটেলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা হোটেলের সামনে দুটি বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে প্রবেশ করে গুলি করা শুরু করে।

আল-শাবাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা কমপ্লক্সে নিয়ন্ত্রণে নিয়েছে এবং সবাইকে গুলি করছে।

মোগাদিশুর হায়াত হোটেলটি কেন্দ্রীয় সরকারের কর্মীদের একটি পছন্দের বৈঠক স্থল বলে জানা গেছে।

মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দিকাদির আব্দিরহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে নয়জন আহত ব্যক্তিকে হোটেলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন ছবি ও ভিডিওতে হোটেলটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে এবং চিৎকার ও জোরালো শব্দ শোনা গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, হায়াত হোটেলকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এর একটি হোটেলের সামনে একটি বেড়ায় আঘাত করে, অপরটি হোটেলের গেটে আঘাত হানে। আমরা বিশ্বাস করি, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হোটেলের ভেতরে আছে।

আল কায়েদার শাখা আল-শাবাব দীর্ঘদিন ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

সম্প্রতি তারা সোমালিয়া-ইথিওপিয়ার সীমান্ত বরাবর লক্ষ্যস্থলগুলোতেও হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনায় আল শাবাবের নেওয়া সম্ভাব্য নতুন কৌশল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসান শেখ মোহামুদ সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় প্রথমবারের মতো রাজধানীতে হামলা চালাল গোষ্ঠীটি।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা