× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

নেপালের রাজধানীতে আনা হলো ২৫ মরদেহ, আসছে আরও

প্রবা প্রতিবেদন

১৭ জানুয়ারি ২০২৩ ১৪:৫১ পিএম । আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম

বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ তোলা হচ্ছে সামরিক ট্রাকে। ছবি : সংগৃহীত

নেপালের রবিবারের বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ২৫ জনের মরদেহ রাজধানী কাঠমান্ডুতে নিয়ে আসা হয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র (সিএএএন) জগন্নাথ নিরাউলা জানিয়েছেন, সেনাবাহিনীর সামরিক হেলিকপ্টার এমআই-১৭-এ করে মরদেহগুলো রাজধানীর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে। সেখান থেকে মরদেহ স্থানীয় টিচিং হাসপাতালে নেওয়া হবে। পোস্টমর্টেমের পর তা নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতালে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা না থাকায় এটিকে বিমানবন্দরে নামতে হয়েছে।  

অপর আরেকটি সামরিক হেলিকপ্টারে আরও ২৩ মরদেহ কাঠমান্ডুর পথেই রয়েছে।

এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে ৭০টি মরদেহ। এর মধ্যে ২২ মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। এ ছাড়া নিখোঁজ আরও দুটি মরদেহ খুঁজে বের করতে জোর তল্লাশি চলছে।

এর আগে রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারা যাওয়ার পথে ৭২ জন আরোহী নিয়ে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত উড়োজাহাজটির ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার উভয় উদ্ধার করা হয়েছে, যা ব্ল্যাক বক্স নামে পরিচিত। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে বিধ্বস্তের ঘটনার প্রকৃত কিছু কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। তবে, চূড়ান্ত প্রতিবেদন পেতে কয়েক মাস লেগে যেতে যারে। 

সূত্র : নেপাল নিউজ

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা