নতুন প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টেরিয়াস। ছবি: সংগৃহীত
বরিস পিস্টেরিয়াসকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেছে জার্মান সরকার। এমন একটি সময়ে এ ঘোষণা এলো যখন ইউক্রেনে ট্যাংক সরবরাহ প্রশ্নে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রয়েছে জার্মানি।
নতুন প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার বার্লিনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে স্বাগত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ৬২ বছর বয়সী পিস্টোরিয়াস ১৯৮০-এর দশকে নিজের সামরিক সেবা সম্পন্ন করেন। এ ছাড়া ২০১৩ থেকে তিনি জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই ভূমিকায় জার্মান সশস্ত্র বাহিনীর সঙ্গেও কাজ করেছেন তিনি।
চ্যান্সেলর ওলাফ শলৎজের মতো পিস্টেরিয়াসও ২০১৯ সালে সোশাল ডেমোক্র্যাট (এসপিডি) দলের নেতৃত্বের জন্য লড়েছিলেন। দুজনেই পরবর্তীতে পরাজিত হন।
নিরাপত্তা ইসুতে নিজের কঠোর অবস্থানের জন্য পরিচিতি পিস্টোরিয়াস।
ধারাবাহিক ভুল পদক্ষেপ, জনসংযোগ বিপর্যয়ের পর গত সোমবার পদত্যাগ করেন ক্রিস্টিনা ল্যামব্রেশট। শুক্রবার কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করা নিয়ে রামস্টেইনের মার্কিন সামরিক ঘাঁটিতে এক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। বর্তমান পরিস্থিতিতে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে পিস্টোরিয়াস যোগ দিতে পারেন তাতে।
এতোদিন জার্মানি নিজেদের ভারী লিওপার্ড ট্যাংক নামানোর ক্ষেত্রে সতর্ক ভূমিকা অবলম্বন করেছে। দেশটির মূল উদ্বেগ ছিল, অন্য দেশগুলো এটিকে যুদ্ধে ইন্ধন হিসাবে দেখতে পারে। সূত্র: রয়টার্স
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.