× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের গুলিতে আহত ওড়িশার মন্ত্রীর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ০৯:৪০ এএম

নবকিশোর দাস। ছবি: সংগৃহীত

নবকিশোর দাস। ছবি: সংগৃহীত

পুলিশের গুলিতে আহত ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস মারা গেছেন। রবিবার (২৯ জানুয়ারি) রাজ্যের ঝাড়সুগণ্ডা জেলার ব্রজরাজনগরের গান্ধীচক এলাকায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক তাকে গুলি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবকিশোর একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পুলিশ কর্মকর্তা দুই রাউন্ড গুলি ছুড়লে তার বুকে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে মন্ত্রীকে উদ্ধার করে আকাশপথে ভুবনেশ্বরে অ্যাপোলো হাসপাতালে আনা হয়।

মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাপোলো হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘মন্ত্রীকে আইসিইউতে রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।’

ব্রজরাজনগর মহকুমা পুলিশ কর্মকর্তা গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস। সঙ্গে সঙ্গে গোপালকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মন্ত্রী গাড়ি থেকে বের হয়ে আসার সময় তাকে গুলি করা হয়েছিল।

তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি জন-অভিযোগ অফিস খোলা হচ্ছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন নবকিশোর দাস। যখন তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান, সেখানে জড়ো হওয়া লোকজন তাকে স্বাগত জানান। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা একজন পুলিশ কর্মকর্তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যেতে দেখেছি। সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা