পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
মার্চে হতে যাওয়া পাকিস্তানের উপনির্বাচনে ৩৩টি আসনে লড়বেন ইমরান খান। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশির বরাত দিয়ে দি এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।
কোরেশি রবিবার ঘোষণা দেন, ‘তারা উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা দেয়, ৩৩ আসনের উপনির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই আইনপ্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণের পর এ আসনগুলো শূন্য হয়।
কোরেশি বলেন, গত ১৭ জুলাইয়ের উপনির্বাচনের সময় জনগণ পিটিআইকেও সমর্থন করেছিল। জনগণ আবারও ১৬ মার্চ ভোটের মাধ্যমে ইমরান খানের প্রতি তাদের আস্থা প্রকাশ করবে।
এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২০২২ সালের এপ্রিলে জাতীয় পরিষদ থেকে দলীয় প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদের নিম্নকক্ষ থেকে গণপদত্যাগ করেছিলেন পিটিআইয়ের একাধিক সদস্য।
স্পিকার রাজা পারভেজ আশরাফের কাছে পিটিআইয়ের ৩৫ জনের বেশি সদস্য পদত্যাগপত্র জমা দেন। ফলে অনেক আসন শূন্য হয়ে পড়ে।
‘সংবিধানের নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। তাই ১৬ মার্চ উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে,’ বলেন কোরেশি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.