× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসতি স্থাপন আরও দৃঢ় করবে ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৯:০২ পিএম

পূর্ব জেরুজালেমে বুলডোজার দিয়ে এক ফিলিস্তিনি পরিবারের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই ধ্বংসাবশেষ থেকে নিজের পুতুল খুঁজে নিতে দেখা যায় এক শিশুকে। ছবি : এএফপি

পূর্ব জেরুজালেমে বুলডোজার দিয়ে এক ফিলিস্তিনি পরিবারের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই ধ্বংসাবশেষ থেকে নিজের পুতুল খুঁজে নিতে দেখা যায় এক শিশুকে। ছবি : এএফপি

গত শুক্র ও শনিবারের বন্দুক হামলার প্রতিক্রিয়ায় ‘বসতি স্থাপনকে আরও দৃঢ় করতে পদক্ষেপ নেওয়া হবে’ বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। এ ছাড়াও ইসরায়েলিরা যাতে আরও সহজে আগ্নেয়াস্ত্র বহনের সুবিধা পান, তা নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হবে। 

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকের পর শনিবার দিবাগত রাতে নিজ ফেসবুক পেজ থেকে এ কথা জানান তিনি।

নেতানিয়াহুর ফেসবুক পেজের ওই পোস্টে ছয় পয়েন্টের একটি তালিকা রয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ওই ছয়টি বিষয় ‘সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে সহায়তা করবে এবং সন্ত্রাসী ও তাদের সমর্থনদাতাদের মূল্য পরিশোধে বাধ্য করবে।’

পোস্টে বলা হয়, ‘ঘৃণ্য আক্রমণ এবং সেগুলোর পর দিয়েই উদযাপনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বসতি স্থাপনকে দৃঢ় করতে কিছু পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, যা এ সপ্তাহে জমা দেওয়া হবে।’

তবে ঠিক কীভাবে বসতি স্থাপনকে দৃঢ় করা হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তালিকায় সন্ত্রাসীদের পরিবারের জন্য আরও শাস্তির কথা বলা হয়েছে। প্রথম পয়েন্টেই বলা হয়েছে, জেরুজালেমে আক্রমণ চালানো সন্ত্রাসীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার আগেই অনতিবিলম্বে সিলগালা করে দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়, সন্ত্রাসীদের পরিবার রাষ্ট্রীয় বীমা অধিকার এবং বাড়তি সুবিধা আর পাবে না। তাদের ইসরায়েলি পরিচয়পত্র কেড়ে নেওয়া হবে।

শুক্রবার পূর্ব জেরুজালেমে ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলা চালিয়ে সাত ব্যক্তিকে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন আরও তিনজন। এ ছাড়াও শনিবার পূর্ব জেরুজালেমে গুলি চালিয়ে পিতা ও পুত্রকে আহত করে ১৩ বছর বয়সী এক কিশোর। দুটি ঘটনাকেই ইসরায়েলি পুলিশ সন্ত্রাসী আক্রমণ হিসেবে বিবেচনা করছে। 

শনিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আরও হাজারো নাগরিক যাতে অস্ত্র বহন করতে পারে, সে লক্ষ্যে আগ্নেয়াস্ত্রের অনুমোদন দেওয়ার বিষয়টিকে ত্বরান্বিত এবং প্রসারিত করা হবে।’

অবৈধ অস্ত্র খুঁজে বের করতে অভিযান চালানো হবে বলেও জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়। এদিকে, সিনাগগে হামলা চালানো বন্দুকধারীর বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। 

মিসরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল-ফিলিস্তিনের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রবিবার মধ্যপ্রাচ্য সফরে মিসরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি চলমান এ উত্তেজনা নিরসনে ভূমিকা রাখবেন বলেও ধারণা করা হচ্ছে। 

কায়রোতে বিরতির পর সোমবার (আজ) এবং মঙ্গলবার (আগামীকাল) জেরুজালেম ও রামাল্লা সফর করবেন ব্লিঙ্কেন। ইসরায়েলের ডানপন্থি সরকারের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তার। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা