× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিউনিসিয়ায় সরকারবিরোধী রাজনীতিবিদ ও সমালোচক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৩ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২০ পিএম

২০২১ সালের জুলাই মাসে কাইস সাইদ সংসদ ভেঙে দিয়ে তৎকালীন সরকারকে বরখাস্ত করে শাসক হিসাবে আত্মপ্রকাশ করেন। ছবি : আল জাজিরা

২০২১ সালের জুলাই মাসে কাইস সাইদ সংসদ ভেঙে দিয়ে তৎকালীন সরকারকে বরখাস্ত করে শাসক হিসাবে আত্মপ্রকাশ করেন। ছবি : আল জাজিরা

তিউনিসিয়ার পুলিশ দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদের আরও দুই রাজনৈতিক প্রতিপক্ষ এবং এক সমালোচককে গ্রেপ্তার করেছে। 

গ্রেফতারকৃতদের একজন সরকারের সমালোচনা সম্প্রচারকারী একটি বেসরকারি রেডিও স্টেশনের প্রধান বলে জানা গেছে।

বিরোধী দলীয় রাজনীতিবিদ এবং সরকারের অন্যান্য সমালোচকদের টার্গেট করে চলমান গ্রেপ্তার অভিযানের মধ্যে গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) এই গ্রেফতারের ঘটনা ঘটল।

বার্তা সংস্থা রয়টার্সকে বৃহত্তম বিরোধী দল এন্নাহধার সিনিয়র কর্মকর্তা নুরদ্দীন ভিরির আইনজীবী সামির দিলু বলেছেন, সাইয়েদের বিশিষ্ট সমালোচক নুরদ্দীন ভিরির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে নিয়ে গেছে।

তিনি বলেন, ‘পুলিশ নুরউদ্দিন ভিরির বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীকে লাঞ্ছিত করে তাকে গ্রেপ্তার করেছে।’

আইএসআইএলের সময় সশস্ত্র যোদ্ধাদের সিরিয়ায় ভ্রমণে সহায়তা করার অভিযোগ এনে ভিরিকে গত বছর দুই মাসের জন্য আটক রাখা হয়েছিল। ভিরি অবশ্য বরাবরই ওই অভিযোগ অস্বীকার করেছেন।

এন্নাহদা ভিরির গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘বিরোধী ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের হয়রানি দেশটির সংকট মোকাবেলায় সরকারের অক্ষমতার বড় প্রমাণ।’

আইনজীবী দালিলা বেন এমবারেক জানিয়েছেন, পুলিশ মোসাইকের এফএম প্রধান নুরউদ্দিন বাউতারের বাড়িতেও তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

রাজনৈতিক কর্মী ও আইনজীবী লাজহার আকরেমিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গত শনিবার থেকে পুলিশ অনেক ব্যক্তিত্বকে আটক করেছে যারা সাইদের বিরোধিতা করছে বা তার বিরুদ্ধে বিক্ষোভ সংঘটনের চেষ্টা করছে।

তিউনিসিয়ার পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় কেউই ওই গ্রেপ্তারের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি।

২০২১ সালের জুলাই মাসে কাইস সাইদ সংসদ ভেঙে দিয়ে তৎকালীন সরকারকে বরখাস্ত করে শাসক হিসাবে আত্মপ্রকাশ করেন। 

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা