× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া : সামরিক পদক্ষেপের হুমকি দিল উ. কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৩ পিএম

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করা  সাঁজোয়া যানগুলোর একাংশ। ছবি : আল জাজিরা

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করা সাঁজোয়া যানগুলোর একাংশ। ছবি : আল জাজিরা

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে পূর্ব পরিকল্পিত যৌথ সামরিক মহড়া চালালে `অভূতপূর্ব শক্তিশালী সামরিক পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)  ‘ফ্রিডম শিল্ড ফিল্ড’ শিরোনামের ওই যৌথ সামরিক মহড়ার আগে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

পূর্ববর্তী মহড়া পরিচালনা করে উত্তেজনা সৃষ্টির জন্যও ওয়াশিংটনকে অভিযুক্ত করেন এই মুখপাত্র। পূর্ববর্তী মহড়ায় যুক্তরাষ্ট্রের স্টিলথ ফাইটার এবং পারমাণবিক অস্ত্রে সজ্জিত একটি কৌশলগত বিওয়ান-বি বোমারু বিমান অন্তর্ভুক্ত ছিল। 

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার মুখপাত্র বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার জন্য তাদের ইতিমধ্যে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তারা পিয়ংইয়ংয়ের অভূতপূর্ব শক্তিশালী সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে।’

মুখপাত্র আরও বলেন, ‘ওয়াশিংটন এবং সিউলের বিগত যৌথ মহড়া ছিল উত্তর কোরিয়া আক্রমণের প্রস্তুতি।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়াকে উত্তর কোরিয়ার উপর ‘দীর্ঘমেয়াদী সামরিক লক্ষ্য অর্জনের জন্য বিপজ্জনক প্রচেষ্টা’ হিসাবে বর্ণনা করে ওই মুখপাত্র ভবিষ্যদ্বাণী করেছেন যে, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ‘আবার ক্রমবর্ধমান উত্তেজনার মারাত্মক ঘূর্ণিতে নিমজ্জিত হবে।’

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের জন্য ওয়াশিংটন এবং সিউলের যৌথ প্রতিক্রিয়াকে সম্মান করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ শীর্ষ মহড়া ঘোষণা করার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া ওই বিবৃতি জারি করে বলে জানিয়েছেন সিউল কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ‘ফ্রিডম শিল্ড ফিল্ড’ শিরোনামের যৌথ মহড়া দক্ষিণ কোরিয়ায় মার্চের মাঝামাঝি শুরু হওয়ার কথা। মহড়াটি ১১ দিন চলবে বলে জানা গেছে।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা