× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সরোসের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন জয়শঙ্কর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৬ পিএম

জয়শঙ্কর বলেছেন, আমরা ঔপনিবেশিকতার মধ্য দিয়ে গিয়েছি। ফলে আমরা জানি বাইরের ইন্ধন থাকলে কী হতে পারে।

জয়শঙ্কর বলেছেন, আমরা ঔপনিবেশিকতার মধ্য দিয়ে গিয়েছি। ফলে আমরা জানি বাইরের ইন্ধন থাকলে কী হতে পারে।

মার্কিন দানবীর জর্জ সরোসের মন্তব্য নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ৯২ বছর বয়সি সরোসকে ‘বৃদ্ধ, ধনী, মতবাদী এবং বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি বলেছেন, সরোস এমন একজন, যিনি এখনও মনে করেন তার দৃষ্টিভঙ্গি মোতাবেক গোটা দুনিয়া চলবে’।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৩ মিউনিখ নিরাপত্তা কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় সরোস বলেন, ’গৌতম আদানির ব্যবসায়িক সমস্যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে।’ পরে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ভারতে।

শুক্রবারই (১৭ ফেব্রুয়ারি) এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মোদি সরকারের নারী ও শিশুবিষয়কমন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, ‘জর্জ সরোসের নেতৃত্বে একটি বিদেশি শক্তি ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। সরোস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের কেন্দ্রে পরিণত করেছেন। তিনি এখানে এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যা ভারতের চেয়ে তার স্বার্থের জন্য বেশি লাভজনক’। 

ইরানি আরও বলেন, ‘জর্জ সরোস শুধু ভারতের ভাবমূর্তিকে আঘাত করেই ক্ষান্ত হননি, তিনি প্রকৃত অর্থে সরকার বদলের কথা বলেছেন। কিন্তু তার মনে রাখা উচিত ভারত সব সময় বিদেশি শক্তিকে পরাজিত করেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

অন্যদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ’তার মতো মানুষরা মনে করেন নির্বাচন তখনই ভালো যখন শুধু তাদের প্রত্যাশিত প্রার্থী বিজয়ী হন। কিন্তু নির্বাচনে যদি ভিন্ন ফলাফল আসে, তাহলেই তা ত্রুটিযুক্ত গণতন্ত্র।’  

জয়শঙ্কর আরও বলেন, ’মজার ব্যাপার হলো, এগুলোর পুরোটাই করা হয় মুক্ত সমাজ সমর্থনের দোহাই দিয়ে।’ জয়শঙ্করের মন্তব্যের আগে মুক্ত সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা হাঙ্গেরীয়-মার্কিন ব্যবসায়ী সরোস বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক নন। তিনি অভিযোগ করেন, মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গায় উৎসাহ দেওয়া মোদির উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

শনিবার জয়শঙ্কর বলেছেন, ‘এটি আমাদের উদ্বিগ্ন করে। আমাদের এমন একটি দেশ, যা ঔপনিবেশিকতার মধ্য দিয়ে গিয়েছি। ফলে আমরা জানি বাইরের ইন্ধন থাকলে কী হতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভারতকে গণতান্ত্রিক দেশ বলে মনে করেছেন সরোস। কিন্তু তিনি মনে করেন না যে প্রধানমন্ত্রী মোদির ভারত গণতান্ত্রিক। এর আগে তিনি আমাদের বিরুদ্ধে লাখো মুসলিমের পরিচয় কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন, যা আদতে হয়নি।’

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যদি এ ধরনের ভয়ভীতি দেখান যে… লাখো মানুষ নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে। তাহলে আপনি মূলত সামাজিক কাঠামোতে ক্ষতি করছেন। কারণ কেউ না কেউ আপনার কথা বিশ্বাস করছে। আপনি এক ধরনের ভয়ের মানসিকতা তৈরি করছেন।’

এনডিটিভির প্রতিবেদন বলছে, সরোসের মন্তব্যকে গতানুগতিক ‘ইউরো আটলান্টিক মতাদর্শ’ হিসেবেও অভিহিত করেছেন জয়শঙ্কর। সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা