× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের পর্যবেক্ষক পদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৭ পিএম

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গত শনিবার অনুষ্ঠিত সম্মেলনে সমবেত আফ্রিকার নেতারা।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গত শনিবার অনুষ্ঠিত সম্মেলনে সমবেত আফ্রিকার নেতারা।

ইসরায়েলের পর্যবেক্ষক পদ স্থগিত করে সপ্তাহান্তে শীর্ষ সম্মেলনে দেশটির প্রতিনিধির অংশগ্রহণ বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

ইসরায়েলের রাষ্ট্রদূত শ্যারন বার-লিকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলন থেকে বহিষ্কারের পর এ খবর এলো। 

এ প্রসঙ্গে এইউ জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের দূত আলেলি আদমাসুকে জারি করা একটি অহস্তান্তরযোগ্য আমন্ত্রণ ব্যবহার করে ইসরায়েলের পর্যবেক্ষক শ্যারন বার-লি উপস্থিত থাকার চেষ্টা করায় তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার পর্যবেক্ষক মর্যাদা স্থগিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার এউ অ্যাসেম্বলি হল থেকে রক্ষীরা বার-লিকে বের করে দিচ্ছে।

এইউ কমিশনের প্রধান মুসা ফাকি মাহামত রবিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, ‘কমিটি যতক্ষণ ইচ্ছা ওই মর্যাদা স্থগিত রাখতে পারবে। তাই আমরা আমাদের শীর্ষ সম্মেলনে ইসরায়েলি কর্মকর্তাদের আমন্ত্রণ জানাইনি।’

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বার-লি একজন স্বীকৃত পর্যবেক্ষক ছিলেন। এইউ বর্তমানে ইরান দ্বারা দ্বারা চালিত এবং নিয়ন্ত্রিত।’

প্রসঙ্গত, দুই দশকের কূটনৈতিক প্রচেষ্টার পর ইসরায়েল এই সংগঠনে পর্যবেক্ষকের মর্যাদা পায়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় বলেছিল, নতুন এই মর্যাদার অধীনে ইসরায়েল আফ্রিকার দেশগুলোকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং ‘চরমপন্থি সন্ত্রাসবাদের বিস্তার’ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে। 

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা