ভূমিকম্পে আতঙ্কিত মানুষ স্বজনদের নিয়ে নেমে এসেছেন রাস্তায়। ছবি: সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহ পর ফের দেশ দুটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার দেশ দুটির সীমান্ত অঞ্চলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিকেল সেন্টার জানিয়েছে, সোমবারের আফটারশকটি তুরস্কের দক্ষিণতম প্রদেশ হাতায়ে ২ কিলোমিটার গভীরে কেন্দ্রীভূত হয়েছিল।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু জানিয়েছেন, ভূমিকম্পে তিনজন মারা গেছেন এবং দুইশো জনেরও বেশি লোক আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৮টা চার মিনিটের দিকে হাতায় প্রদেশের ডেফনে শহরে আঘাত হানে এবং আন্তাক্যা ও আদানা শহরে অনুভূত হয়েছিল প্রবলভাবে।
কয়েক মিনিট পর ৫. ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হাতায়ার সমন্দগ জেলায় আঘাত হানে বলে জানিয়েছে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে সিরিয়া, জর্ডান, ইসরায়েল ও মিশরেও।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবর, আলেপ্পোতে ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন।
অন্যদিকে তুরস্কের হাতায় শহরের মেয়র বলেছেন, বেশ কয়েকটি ভবন ধসে পড়ে লোকজন ভেতরে আটকা পড়েছে।
গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের ৯ ঘণ্টার মাথায় ৭ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। ৮৪ হাজারেরও বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আলজাজিরা
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.