× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুশদির হামলাকারীকে পুরস্কৃত করবে ইরানি ফাউন্ডেশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৫ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৮ পিএম

পশ্চিম নিউইয়র্কে এক সাহিত্য সভার মঞ্চে আক্রমণের শিকার হন সালমান রুশদি। ছবি : সংগৃহীত

পশ্চিম নিউইয়র্কে এক সাহিত্য সভার মঞ্চে আক্রমণের শিকার হন সালমান রুশদি। ছবি : সংগৃহীত

ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারীর প্রশংসা করে তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে একটি ইরানি ফাউন্ডেশন। 

ইমাম খামেনির ফতোয়া বাস্তবায়ন ফাউন্ডেশন জানিয়েছে, হামলাকারীকে তারা এক হাজার বর্গমিটার কৃষি জমি দিয়ে পুরস্কৃত করবে। ইরানের রাষ্ট্রীয় টিভি তার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

গত বছরের আগস্ট মাসে পশ্চিম নিউইয়র্কের লেক এরির কাছে একটি সাহিত্য সভার মঞ্চে নিউ জার্সির ২৪ বছর বয়সি এক আমেরিকান শিয়া মুসলিমের আক্রমণের শিকার হন রুশদি। ওই হামলায় ৭৫ বছর বয়সি রুশদির একটি চোখ দৃষ্টিশক্তি হারিয়েছে। কর্মক্ষমতা হারিয়েছে তার একটি হাত।

ইমাম খামেনির ফতোয়া বাস্তবায়ন ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই বলেছেন, ‘আমরা আন্তরিকভাবে ওই তরুণ আমেরিকান যুবকের সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই, যে রুশদির একটি চোখ অন্ধ করে এবং তার একটি হাত অক্ষম করে মুসলমানদের খুশি করেছে।’

জারেই আরও বলেন, ‘রুশদি এখন জীবিত মৃত একজন ছাড়া আর কিছু নয় এবং ওই সাহসী পদক্ষেপকে সম্মান জানাতে প্রায় এক হাজার বর্গমিটার কৃষি জমি ওই ব্যক্তি বা তার কোনো আইনি প্রতিনিধিকে দান করা হবে।’

ইরানেরপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একটি ফতোয়া বা ধর্মীয় আদেশ জারি করার ৩৩ বছর পর রুশদির ওপর ওই হামলার ঘটনা ঘটে।

রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার কয়েক মাস পরে তাকে হত্যা করার জন্য মুসলমানদের আহ্বান জানিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। উপন্যাসে মহানবীকে নিয়ে লেখার সমালোচনা করেন অনেক ধর্মপ্রাণ মুসলমান। 

রুশদি ভারতের কাশ্মিরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ পুলিশের সুরক্ষায় নয় বছর লুকিয়ে ছিলেন। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা