× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেনের ইউক্রেন সফরকালে ব্যর্থ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৪ পিএম

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাটের প্রদর্শনী। ২০২২ সালে মস্কোয়। ছবি : সংগৃহীত

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাটের প্রদর্শনী। ২০২২ সালে মস্কোয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২০ ফেব্রুয়ারি) পূর্বঘোষণা ছাড়া ইউক্রেন সফর করেন। দেশটির রাজধানী কিয়েভে অবস্থানকালে রাশিয়া সর্বশেষ প্রযুক্তির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাটের পরীক্ষা চালিয়েছিল। কিন্তু তা সফল হয়নি বলে দাবি করেছেন বিষয়সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।

ওই দুই কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, হ্যাঁ, রাশিয়া ওইদিন একটি সারমাট ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা আমাদের আগেই জানিয়েছিল। সদ্য স্থগিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক দুই দেশের চুক্তি নিউ স্টার্ট ট্রিটির আওতায় ওয়াশিংটনকে তা জানানো হয়েছিল। 

আলোচনার মাধ্যমে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুই দেশের একটি নিয়মিত ঘটনা বলেও জানান দুই কর্মকর্তার একজন। তাই পরীক্ষাটি যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল না। 

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সারমাট একসঙ্গে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম। এটি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারবে। 

ইউক্রেনে রুশ হামলার তিন দিন আগে ২০ ফেব্রুয়ারি প্রতিবেশী পোল্যান্ড থেকে ট্রেনে চেপে কিয়েভে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের কিয়েভ যাওয়ার বিষয়টি মস্কোকে জানানো হয়েছিল। 

পরদিন ২১ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন পুতিন। এতে ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দায়ী করেন তিনি। তা ছাড়া ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা নিউ স্টার্ট ট্রিটি স্থগিতের ঘোষণা দেন পুতিন। পুতিনের ঘোষণা বুধবার (২২ ফেব্রুয়ারি) রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় পাস হয়েছে। 

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা