উদ্ধারকাজে ব্রাজিলের নৌবাহিনীর সদস্যরা। ২৩ ফেব্রুয়ারি সাও পাওলোর সাও সেবাস্তিয়াও শহরের উপকূল থেকে তোলা। ছবি : সংগৃহীত
ব্রাজিলে টানা বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এক দিন আগে নিহতের সংখ্যা ছিল ৫০।
১৯ ফেব্রুয়ারি থেকে ব্রাজিলের দক্ষিণ-পূর্ব দিকের প্রদেশ সাও পাওলোতে ভারিবর্ষণ শুরু হয়। এতে দেখা দেয় বন্যা ও ভূমিধস। বিশেষ করে সাও পাওলো প্রদেশের সাও সেবাস্তিয়াও শহরে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।
বৃষ্টি ইতোমধ্যে কমে এসেছে। চলছে উদ্ধার তৎপরতা। বন্যায় ও ভূমিধসে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা যায়নি।
সূত্র : রয়টার্স
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.