চীনের নির্মিত অ্যাটাক ড্রোন। ছবি : সংগৃহীত
চীন এরই মধ্যে ৪৪টি জটিল ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির মধ্যে ৩৭টিতেই
বিশ্বে নেতৃত্বের পর্যায়ে চলে গেছে। বিপরীতে মহাকাশ ও কোয়ান্টাম প্রযুক্তি সহ মাত্র
৭টি খাতে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।
পশ্চিমাদেশগুলো দ্রুতই যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে চীনের
তুলনায় অনেক পিছিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলেসি ইনস্টিটিউটের (এএসপিআই)
এক প্রতিবেদনে এমনটাই ফুটে উঠেছে।
প্রতিবেদনটির আলোকে চীনের রাজত্ব করা প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণাখাতগুলো
হলো প্রতিরক্ষা, মহাকাশ, রোবোটিক্স, জ্বালানি, পরিবেশ, জৈবপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা
ও কোয়ান্টাম প্রযুক্তি।
এএসপিআই বলছে, প্রযুক্তির কিছু ক্ষেত্রে চীনের এতোই আধিপত্য যে সেসব
খাত সংক্রান্ত বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের সবকটিই চীনে অবস্থিত।
এ ছাড়াও অস্ট্রেলীয় গবেষণা সংস্থাটি মনে করছে, চীনের এই অগ্রগতি গণতান্ত্রিক দেশগুলোর
জন্য হুমকি হতে পারে।
তাই গণতান্ত্রিক দেশগুলোকে প্রযুক্তি ও গবেষণাখাতে আরও জোর দেওয়ার
আহ্বান জানিয়েছে এএসপিআই।এ ছাড়া আরও বেশ কিছু প্রস্তাবনাও ছিল তাদের প্রতিবেদনে। যেখানে
গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দেশগুলোর জন্য একক গবেষণা তহবিল তৈরি করা ও এ সংক্রান্ত
ভিসা ইস্যু সহজিকরণ ও মিত্রদেশগুলোর জন্য গবেষণা সংক্রান্ত অনুদান জোগাড় করা।
শুধু অস্ট্রেলীয় থিং ট্যাঙ্কই নয়, ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকারও
বৃহস্পতিবার (২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ড্রোন প্রযুক্তি, মেশিন লার্নিং,
ইলেক্ট্রিক ব্যাটারি, নিউক্লিয়ার অ্যানার্জি, কোয়ান্টাম সেন্সরস ও খনিজ নিষ্কাশন সংক্রান্ত
প্রযুক্তিতে স্পষ্টতই এগিয়ে গেছে চীন।
এসব প্রযুক্তিতে চীনের এগিয়ে থাকার অর্থ হলো ভবিষ্যৎ যেসব প্রযুক্তি
এখনও আসেও নি, সেসবেই এগিয়ে থাকবে দেশটি।
সম্প্রতি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রেষারেষি চলছে চীনের।
এছাড়াও ওয়াশিংটনের অভিযোগ, চলমান ইউক্রেন-রাশিয়া লড়াইয়ে মস্কোকে অস্ত্র সরবরাহের বিষয়টি
বিবেচনা করছে বেইজিং। এমনটি হলে চীনকে কীভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা যায়, তা নিয়ে মিত্রদেশগুলোর
সঙ্গে আলোচনাও করছে যুক্তরাষ্ট্র।
ঠিক এমন পরিস্থিতিতে অস্ট্রেলীয় থিং ট্যাঙ্কের এই প্রতিবেদন যেকোনো
পরিস্থিতি মোকাবিলায় চীনের প্রযুক্তিগত সক্ষমতার বিষয়টিই ফুটিয়ে তোলে।
সূত্র : আল জাজিরা
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.