× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-চীন সম্পর্ক এখন ‘অস্বাভাবিক’ : জয়শঙ্কর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৩:৫৩ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৩:৫৩ পিএম

 ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করমর্দনরত চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করমর্দনরত চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : সংগৃহীত

ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গা থেকে সীমানা ইস্যুটি `যথাযথ জায়গায়’ রাখা উচিত এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনার জন্য একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

তিনি যত তাড়াতাড়ি সম্ভব ‘ব্যবস্থাপনার ভিত্তিতে’ সীমান্ত সমস্যা সমাধানের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি -২০ সম্মেলনের ফাঁকে জয়শঙ্করের সঙ্গে প্রথম ব্যক্তিগত বৈঠক করেন কিন। ওই বৈঠকের মূল বিষয় হয়ে ওঠে ৩৪ মাসেরও বেশি দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা। 

জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে পরিষ্কার করে বলেছেন যে, সীমান্তে অশান্তি থাকলে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। যে কারণে ভারত-চীন সম্পর্ক এখন ‘অস্বাভাবিক।’ 

দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘জি -২০ ফ্রেমওয়ার্কে কী ঘটছে সে সম্পর্কেও আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। তবে বৈঠকে জোর দেওয়া হয়েছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো, বিশেষত সীমান্ত অঞ্চলগুলোতে অশান্তির বিষয়টি ।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, কিন-জয়শঙ্করকে বলেছেন, ‘দুদেশের নেতাদের উচিত গুরুত্বপূর্ণ সংলাপ বজায় রাখা এবং সঠিকভাবে বিরোধগুলোর সমাধান করে দ্বিপক্ষীয় সম্পর্ককে উন্নতির দিকে অগ্রসর করা।’

কিন আরও বলেছেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সীমানা ইস্যুটি ‘যথাযথ স্থানে’ রাখা উচিত এবং সীমান্তের পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক ব্যবস্থাপনার অধীনে আনা উচিত।’

তিনি আরও বলেছেন, ‘চীন বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে বিনিময় এবং সহযোগিতা পুনরায় শুরু করতে এবং সরাসরি বিমানের ফ্লাইট পুনরায় শুরু করতে ইচ্ছুক।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা