ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে এরই মধ্যে ঘটনার বিস্তারিত পাঠিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের এক ফ্লাইটে ভারতীয় একজন যাত্রী মাতাল অবস্থায় অপর এক সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবারের (৪ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত ২১ বছর বয়সী আর্য ভোহরাকে এরই মধ্যে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আমেরিকান এয়ারলাইন্স। তিনি আর কখনওই এই বিমানসেবার যাত্রী হতে পারবেন না।
অভিযুক্ত আর্য একজন ভারতীয়। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ৯টা ৫০ মিনিটে নিরাপদেই অবতরণ করেছে। পরে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টির দেখভাল করেছে।
বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স আরও বলেছে, ‘বিমানে ওঠার সময়েই অভিযুক্ত ব্যক্তি প্রচন্ডভাবে নেশাগ্রস্ত ছিল এবং ফ্লাইটে থাকা ক্রুদের নির্দেশনা মানছিল না। এমনকি সিটেও তিনি বসতে চাইছিলেন না। ক্রুদের সঙ্গে তর্ক করা ছাড়াও তিনি ক্রু ও বিমানের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করছিলেন। সহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি তিনি ১৫-জিতে বসা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন।’
বিমানটি দিল্লিতে অবতরণের আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) ঘটনা সম্পর্কে অবহিত করেন ও নিরাপত্তা চান আমেরিকান এয়ারলাইন্সের পাইলট। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
বিমান অবতরণের পর সিআইএসএফ সদস্যরা তাকে বের করে আনতে চাইলে সেই ব্যক্তি সিআইএসএফের সঙ্গেও দূর্ব্যবহার করেন।
দিল্লি পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমরা আমেরিকান এয়ারলাইন্সে একজন সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ পেয়েছি আর্য ভোহরার বিরুদ্ধে। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন এবং দিল্লির ডিফেন্স কলোনির বাসিন্দা তিনি। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি।’
ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে এরই মধ্যে ঘটনার বিস্তারিত পাঠিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.