প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৫:৩৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৫:৫০ পিএম
আদালত গত ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে তার উত্তর-পূর্ব লাহোরের বাসায় পৌঁছেছে পুলিশ।
স্থানীয় মিডিয়ার ভাষ্যমতে, ইসলামাবাদ পুলিশ রবিবার (৫ মার্চ) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পৌঁছেছে।
ইমরান খানের গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া জানিয়ে টুইটার পোস্টে সরকারকে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তিনি টুইট পোস্টে লিখেছেন, ‘ইমরান খানকে গ্রেপ্তার করার যে কোনো প্রচেষ্টা পরিস্থিতিকে গুরুতরভাবে খারাপ করবে। আমি এই অযোগ্য এবং পাকিস্তানবিরোধী সরকারকে বলতে চাই যে, পাকিস্তানকে আরও সংকটের দিকে না ঠেলে বুদ্ধির সঙ্গে কাজ করুন।’
ফাওয়াদ চৌধুরী দলীয় কর্মীদের জামান পার্কে ইমরান খানের বাসায় পৌঁছানোরও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় জিও নিউজে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইমরান খানের জামান পার্কের বাসভবনের মূল প্রবেশদ্বারের বাইরে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা।
নিরাপত্তাকর্মী ও সমর্থকরা বাসাটি ঘিরে রাখায় বাসার ভেতরে প্রবেশ করতে পারছেন না তারা।
উল্লেখ্য, আদালত গত ২৮ ফেব্রুয়ারি বেআইনি ক্রয় ও বিক্রয়ের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ইমরান খান পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী, যিনি পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
তাকে সন্ত্রাস থেকে শুরু করে হত্যার চেষ্টা এবং অর্থ পাচারের মতো একাধিক মামলার মুখোমুখি করা হয়েছে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড