× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার নির্বাচন নিয়ে ভীত : ইমরান খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ০৯:৩৬ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তান সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

লাহোরে এক নির্বাচনী সমাবেশে পুলিশের অভিযানে তার কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার ও আহত করার পর তিনি ওই মন্তব্য করেন।

জনসমাবেশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার জন্য পুলিশ তার সমর্থকদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করার পর পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের পূর্ব শহরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশ বন্ধ করে দেন ইমরান।

মঙ্গলবার (৭ মার্চ) আলজাজিরাকে ইমরান বলেন, ‘সরকার ও তার সমর্থকরা নির্বাচন নিয়ে ভীত। কারণ গত আট মাসে এখন পর্যন্ত ৩৭টি উপনির্বাচনের মধ্যে আমার দল ৩০টিতে জয়লাভ করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্রেপ্তার চায় বা অযোগ্য ঘোষণা করতে চায়। কারণ তারা জেনে গেছে, আমার দল পাকিস্তানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় দল।’

স্থানীয় মিডিয়া জানিয়েছে, পিটিআইয়ের ৩০ এপ্রিল নির্ধারিত প্রাদেশিক নির্বাচনের প্রচার শুরু করার জন্য একটি সমাবেশ করার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ ‘কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে’ ওই সমাবেশ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠানটি নিষিদ্ধ করে।

ইমরান বলেন, ‘পুলিশ অনুমতি দিয়েছিল এবং সমাবেশের রুটও অনুমোদন করেছিল। কিন্তু হঠাৎ অনুমতি বাতিল করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে আসা লোকজনকে কাঁদানে গ্যাসের শেল ও জলকামান দিয়ে আঘাত করা হয়েছে।’

ইমরান খান দাবি করেন, তার দলীয় সমর্থক আলি বিলালকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হত্যা করা হয়েছে। আলজাজিরা ওই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং পুলিশ এখনও মৃত্যুর বিষয়টি পরিষ্কার করতে পারেনি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল সরকারবিরোধী সমর্থকদের ওপর পুলিশের দমন-পীড়নকে ‘অপ্রয়োজনীয় এবং নৃশংস’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘পিটিআই কর্মীদের সমাবেশে যোগ দেওয়ায় বাধা দেওয়ার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল।’

ইসলামাবাদ থেকে গুল বলেন, ‘এমন সব ইঙ্গিত রয়েছে যে, ফেডারেল সরকার পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।’

ইমরান খান আলজাজিরাকে বলেছেন, ‘এটা স্পষ্ট যে সরকার নির্বাচন চায় না।’

তিনি আরও বলেন, তার সমর্থকদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সমাবেশটি প্রত্যাহার করেছিলেন তিনি।

 সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা