× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৩:০৯ পিএম

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার পরে সেখানে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি : সংগৃহীত

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার পরে সেখানে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ উত্তরের খারকিভ থেকে দক্ষিণের ওডেসা এবং পশ্চিমে জাইটোমির পর্যন্ত শহরজুড়ে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

ওই ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ এবং ওডেসায় ব্যাপক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার পর বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখলের তীব্র লড়াই চলাকালীন এই হামলা চালাল মস্কো।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার পর একটি আবাসিক ভবনের উঠানে গাড়ি জ্বলছিল।’ তিনি স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।

ওডেসার গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, ‘ওই ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর নগরীটির একটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবাসিক এলাকায়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

শহরটির আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, ‘খারকিভ শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং একটি আবাসিক ভবন টার্গেট করে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’ 

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস গত বুধবার (৮ মার্চ) বলেছেন, ‘পুতিন বছরের পর বছর ধরে যুদ্ধটি টেনে নেওয়ার পরিকল্পনা করছেন। তবে রাশিয়া এই বছর বড় নতুন আক্রমণ চালানোর পক্ষে যথেষ্ট শক্তিশালী নয়।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা