× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পম্পেই রক্ষায় নেমেছে ভেড়ার পাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২২:৫২ পিএম

প্রত্নত্ত্ববিদদের সহযোগিতা করছে ভেড়ার পাল। এ পালে রয়েছে ১৫০ ভেড়া।  ছবি: সংগৃহীত

প্রত্নত্ত্ববিদদের সহযোগিতা করছে ভেড়ার পাল। এ পালে রয়েছে ১৫০ ভেড়া। ছবি: সংগৃহীত

রোমান শহর পম্পেইয়ের প্রাচীন ধ্বংসাবশেষ সংরক্ষণে প্রত্নত্ত্ববিদদের সহযোগিতা করছে ভেড়ার পাল। এ পালে রয়েছে ১৫০ ভেড়া। সেগুলো নিয়ম করে প্রাচীন এ শহরের উত্তরাংশে চড়ানো হচ্ছে। 

রয়টার্সের প্রতিবেদন বলছে, ৭৯ এডিতে ভিসুভিয়াস পর্বত থেকে হওয়া অগ্ন্যুৎপাতের কবলে পড়ে হারিয়ে যায় রোমান শহর পম্পেই। কয়েক মিটার পাথর ও ছাইয়ের নিচে চাপা পড়েছিল গোটা শহরটি। পড়ে পুরোটা সম্ভব না হলেও, শহরের দুই-তৃতীয়াংশ(১৬৩ একর) মাটি খুড়ে বের করে প্রত্নতত্ত্ববিদরা।

উদ্ধার হওয়া অংশে রয়েছে প্রাচীন দেওয়াল, দোকান প্রভৃতি। এসবের সংরক্ষণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয় প্রত্নতত্ত্ববিদদের। অনেক সময় প্রকৃতির বিরুদ্ধেও দাঁড়াতে হয়।

পম্পেই আর্কিওলজিকাল পার্কের পরিচালক গ্যাব্রিয়েল জাকট্রিয়েগেল বলেন, ‘যদি প্রাচীন দেওয়াল বা বাড়িতে ঘাস বা অন্য উদ্ভিদ বেড়ে ওঠে, তাহলে তা সমস্যা। এটির সমাধানে আমরা পুরো পরিবেশের জন্য একটি টেকসই পন্থা অবলম্বনের চেষ্টা করেছি, কোনো উপাদান ব্যবহার করে উদ্ভিদের বেড়ে ওঠা ঠেকানোর বিষয়টিও এড়াতে চেয়েছি।’  

মূলতে পম্পেইয়ের ‘রেজিও ফাইভ’ অংশে যাতে ঘাস বেড়ে উঠতে না পারে, সেজন্য ভেড়া চড়ানো হচ্ছে। এখনো পর্যটকদের এ অংশটিতে প্রবেশাধিকার নেই। সেখানে সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে খনন কাজ শুরু হয়েছে।

জাকট্রিয়েগেলের দেওয়া তথ্যানুসারে, ভেড়ার পালের এই উদ্যোগ কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। তবে এটি অর্থ বাঁচায় এবং প্রাকৃতিক ভূচিত্র ঠিক রাখতে সহায়তা করে। সূত্র: রয়টার্স   


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা